গভীর রাতে বাড়ি থেকে ৪ ফিলিস্তিনি শিশুকে তুলে নিয়ে গেছে ইসরাইল

0
606
গভীর রাতে বাড়ি থেকে ৪ ফিলিস্তিনি শিশুকে তুলে নিয়ে গেছে ইসরাইল

পশ্চিমতীরের বেথেলহেম শহর থেকে বুধবার ভোরে ফিলিস্তিনের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে চার স্কুলছাত্রকে ধরে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।

তারা সবাই বেথেলহেমের আল-মাহাদ স্কুলের ছাত্র। আটক শিক্ষার্থীরা হলো— ইউসুফ জামাল আল-হারিমি (১৫), আদম আয়াদ (১৫), মনসুর সালেহ ফরাজ (১৬) ও ঈসা মুহাম্মদ জরিনা (১৭)।

ফিলিস্তিনের স্কুলগুলো খুলে দেওয়া হয় চলতি সপ্তাহে। কিন্তু দখলদার ইসরাইলি বাহিনী এবার বাড়ি থেকে ফিলিস্তিনি শিশুদের নানা অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে। খবর মিডলইস্ট আইয়ের।

স্কুলছাত্র ইউসুফ জামালের বোন মানার আল-হারিমি গণমাধ্যমকে জানান, বুধবার রাত ৩টার দিকে তাদের ঘরের দরজায় সজোরে কড়া নাড়তে থাকে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় প্রচণ্ড ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন পরিবারের সবাই।

এ সময় আমাদের বাবা বাড়ি ছিল না। তারা বাড়িতে ঢুকে তার ভাইকে ধরে নিয়ে যায় এবং তার মায়ের কাছ থেকে একটি কাগজে সই নিয়ে যায়। সেখানে লেখা ছিল, আটকের সময় শিশুটি সুস্থ ছিল এবং ঘরে তল্লাশির সময় কোনো ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়নি।

একইভাবে অন্য শিশুদের অভিভাবকদের কাছ থেকেও জোর করে এ ধরনের কাগজে সই নিয়ে যায় ইসরাইলি বাহিনীর সদস্যরা।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে বাড়ি থেকে শিশুদের আটক করার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা।

আর মানবতার ফেরিওয়ালারা এসব বিষয় দেখেও না দেখার ভান করে আছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ফের ইসরাইলি সন্ত্রাসীদের বিমান হামলা
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার নতুন সেনাপ্রধান মাওলানা ক্বারী ফাসিহ উদ্দিন হাফিজাহুল্লাহ্