ভোর রাতে সাদা পোষাকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে আটক

2
2662
ভোর রাতে সাদা পোষাকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে আটক

আলোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আজ মঙ্গলবার ভোরে তার মোহাম্মদপুরের বাসা থেকে আটক করেছে দালাল পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছে, ‘সম্প্রতি তার দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দাদের একটি দল তাকে তুলে নিয়ে যায়।

এর আগে কাজী ইব্রাহিম সাহেব ফেসবুক লাইভে বলেছিলেন, সাদা পোশাকের কিছু মানুষ তার বাড়িতে এসেছিল। তার সেই লাইভের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

 

2 মন্তব্যসমূহ

  1. গোয়েন্দা বাহিনীর লোকেরা তুমি শুনে রাখ ,তোমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি কর।অথচ তোমরা মুসলিমদেরকে অ্যারেস্ট করছো,তাদেরকে বন্দী করে জেলে পাঠাচ্ছো,তোমরা নিজেরাই চিন্তা করো,তোমাদের এই কর্ম তোমাদের কোথায় নিয়ে যাবে, তোমরা দুনিয়ার কিছু আসবাবের পিছে পড়ে আছো, তোমরা কি চিন্তা করছ না আখিরাত বলতে একটা জিনিস আছে।

  2. ইনশাআল্লাহ সে দিন বেশি দূরে নয় যেদিন আমরা তোদের মত মুরতাদদের কে তোদের পাওনা যথাযত বুঝিয়ে দিবো সেই দিন তোরা পালানোর রাস্তাও খূজে পাবি না ইনশাআল্লাহ তাই সময় থাকতে শর্তক হয় প্রার্থিব কিছু পয়সার জন্য নিজের দুনিয়া ও আখেরাত কে বরবাদ করিস না

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ঢুকে মুরতাদ বাহিনীর উপর হামলার হুঁশিয়ারি আফগান তালিবানের
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের হামলায় পশ্চিমা সমর্থিত সোমালি সরকারের ২০ সেনা সদস্য হতাহত