ভাষা কর্মী, ভাষাবিদ এবং লেখক আব্দুয়েলি আইয়ুপ সম্প্রতি তাঁর টুইটারে বন্দী উইঘুর বুদ্ধিজীবিদের একটি তালিকা হালনাগাদ করেছেন। সেখানে তিনি বলেছেন- “নতুন নথিপত্রতে বন্দী উইঘুর বুদ্ধিজীবিদের তালিকা হালনাগাদ করা হয়েছে। সেখানে লেখক, কবি, অধ্যাপক, আলোকচিত্রকর, নৃত্যশিল্পী, ইতিহাসবিদ, স্থপতি, পদার্থবিদ, শিক্ষক, মানবকর্মী, সম্পাদক এবং কমিউনিস্ট অফিসার সহ প্রায় ৪৩৫ জন বুদ্ধিজীবি রয়েছে।
এছাড়াও তালিকায় রয়েছে- চিকিৎসা বিশেষজ্ঞ ও ডাক্তার, সাংবাদিক কর্মী, লেখক, অভিনয় শিল্পী, কম্পিউটার ইঞ্জিনিয়ার সহ প্রমুখ বুদ্ধিজীবিগণ।
তালিকাটি সরাসরি এই লিংকে দেখা যাবে – shorturl.at/pyCQ9
বিজ্ঞ মুসলিম চিন্তাবীদগণ এই বিষয়টি স্পষ্ট করেই বলে আসছেন যে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ইহুদি-নাস্তিক সবার আচরণ সকল মুসলিমের প্রতি একই রকম – হোক সে শুধু নামে মুসলিম অথবা হক সে একনিষ্ঠভাবে দ্বীনপালনকারী মুসলিম। চীন ও ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে তাদের সতর্কবাণী দিন দিন উম্মাহর সামনে স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে।
তথ্যসূত্র :
——-
১। https://tinyurl.com/de73zmk