আত্মসমর্পণকারী ৬৫ আইএস সদস্যকে ক্ষমা করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

2
2186
আত্মসমর্পণকারী ৬৫ আইএস সদস্যকে ক্ষমা করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

আফগানিস্তানের পূর্বাঞ্চলিয় নাঙ্গারহার প্রদেশের কোট ও বাতিকোট জেলায় পালাতক আইএস খোরাসান শাখার ৬৫ সদস্য ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

ইমারতে ইসলামিয়ার নানগারহারের কর্মকর্তারা বলছেন যে, আইএস খুরাসান শাখার ৬৫ সদস্য কোট ও বাতিকোট জেলার স্থানীয় প্রবীণদের মাধ্যমে নানগারহার প্রদেশের গোয়েন্দা প্রধান ডক্টর বশির হাফিজাহুল্লাহ্’র কাছে আত্মসমর্পণ করেছে।

আত্মসমর্পণকারী আইএস সদস্যদের কিছু শর্তসাপেক্ষে ক্ষমা করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

নানগারহারের গোয়েন্দা প্রধান ডঃ বশির বলেছেন, আত্মসমর্পণকারী আইএস সদস্যদের এই শর্তে ক্ষমা করা হয়েছে যে, তারা ভবিষ্যতে আইএস-এর হয়ে কাজ করবে না, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে না এবং ইমারতে ইসলামিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলবে না।

তিনি আত্মসমর্পণকারী আইএস সদস্যদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, তারা যদি ভবিষ্যতে আইএস খুরাসান শাখায় যোগ দেয় বা ইমরতে ইসলামিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে নেয় তবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | ইমারতে ইসলামিয়া আফগানিস্থানের বিশেষ নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী
পরবর্তী নিবন্ধশহীদদের কবরস্তান ধ্বংসের প্রতিবাদ করায় ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইলি বাহিনীর গুলি!হুম।।