পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় দাখলদার উগান্ডান সেনাদের ২টি ঘাঁটিতে একযোগে ভারী হামলার ঘটনা ঘটেছে।
বিবরণ অনুযায়ী, আজ ৩ নভেম্বর সোমালিয়ার বে রাজ্য ও বুকুল রাজ্য দু’টিতে দাখলদার উগান্ডান সেনাদের ২টি ঘাঁটিতে একযোগে হামলা চালানো হয়েছে। যার একটি চালানো হয়েছিল বে রাজ্যের বায়দাওয়ে শহরে এবং অপরটি চালানো হয়েছে বুকুল রাজ্যের ওয়াজিদ শহরে।
শাহাদাহ্ নিউজের তথ্যমতে, আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব হামলা ২টি চালিয়েছে। তবে শত্রু এলাকায় হওয়ায় এই হামলা দু’টিতে কত ক্রুসেডার ও মুরতাদ সৈন্য হতাহত হয়েছে তা সুনিশ্চিত হওয়া যায় নি।
তবে স্থানীয় অপর একটি সূত্রমতে, হামলায় উগান্ডার ২ সেনা গুরুতর আহত হয়েছে। সেই সাথে ঘাঁটির নিরাপত্তায় নিয়োজিত গাদ্দার সোমালিয় বাহিনীর ডজনখানেক সৈন্য হতাহত হয়েছে।