গত শুক্রবার (১১ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চর কুড়–লিয়া গ্রামের জফিরপাড়া জামে মসজিদে মাওলানা ফারুক প্রামাণিকের ইমামতিতে নামাজ চলছিল। সালাম ফিরিয়ে নামাজ শেষ হতেই পেছন থেকে সাদা পোষাকে তিনজন অপরিচিত লোক মসজিদে প্রবেশ করে। তারা জিহাদ প্রামাণিক নামে একজন মুসল্লিকে আটক করে। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। হট্টগোল শুরু হয় মসজিদের ভেতর ও বাইরে। আগন্তুকদের পরিচয় জানতে চাইলে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে জানা যায় তারা র্যাব সদস্য।
খবর পেয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কয়েকটি গাড়ি মুসল্লিদের উপর হামলা চালাতে ঘটনাস্থলে উপস্থিত হয়। হাতাহাতির সময় অস্ত্র খোয়া অজুহাত দাঁড় করিয়ে দিনভর মুসল্লিদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, হাট ইজারাকে কেন্দ্র করে ২৮ ফেব্রুয়ারির একটি মামলা হয়েছে। সেটি থানা পুলিশই তদন্ত করছে। এ মামলায় র্যাব সদস্যদের অভিযানে যাওয়ার কোনো কারণ দেখি না। অভিযানের বিষয়টিও আমার জানা নেই।
মূলত এই ইসলাম বিরোধী বাহিনী র্যাব-এর ইসলাম ও মুসলিমদের প্রতি অবজ্ঞা ও বিদ্বেষ এতটাই বেড়েছে যে, তারা এখন মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের উপর হামলা চালানো শুরু করেছে। যেন মুসল্লিদের হয়রানি ও ভয় দেখানো যায়।
যে মামলায় থানা পুলিশই তদন্ত করছে সেখানে র্যাব-এর সাদা পোষাকে মসজিদে হামলা ও আটক করার কি যুক্তি থাকে পারে! এছাড়া ইহিপূর্বেও বহু ইসলাম ও নবীপ্রিয় মুসলিমকে সাদা পোষাকে আটক, গুম ও হত্যা করেছে র্যাব নামক এই সন্ত্রাসী বাহিনী।
সচেতন ইসলামি চিন্তাবিদগণ তাই প্রশ্ন রেখেছেন যে, এই ইসলামবিদ্বেষী বাহিনী কি এখন মুসলিমদের এই দেশে প্রকাশ্যে হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করছে না? ার হিন্দুত্ববাদীদের পূর্ণ গ্রাসন শুরু হলে কি তারাই প্রথম এদেশের মুসলিমদের বুকে গুলি চালাতে হিন্দুত্ববাদীদের অগ্রবর্তী বাহিনীর ভুমিক পালন করবে না?
তথ্যসূত্র:
১। ঈশ্বরদীতে অভিযানে গিয়ে মুসল্লির সঙ্গে র্যাবের হাতাহাতি
https://tinyurl.com/5n7u2dxw
২।পাবনায় মুসল্লিদের সঙ্গে র্যাবের হাতাহাতি, আহত ৪
https://tinyurl.com/2tpe4dmw