কাশ্মীরে আবারো বেসামরিক মুসলিমদের গুলি করে হত্যা : চলছে অবিরাম

0
742
কাশ্মীরে আবারো বেসামরিক মুসলিমদের গুলি করে হত্যা : চলছে অবিরাম

হিন্দুত্ববাদী ভারত অধিকৃত কাশ্মীরে নিরীহ মুসলিম যুবকদের গুলি করে নির্মম ভাবে হত্যা করা উগ্র ভারতীয় সেনাদের কাছে যেন একটি রুটিন কাজ। গত ১৩ই মার্চ ২০২২ কুপওয়ারা জেলায় এই সন্ত্রাসী সেনাদের রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের বলি হয়েছেন আরও একজন কাশ্মীরি যুবক। এছাড়াও পুলওয়ামা, গান্দেরবাল ও হান্দওয়ারা এলাকায় আরও চারজন নিরীহ কাশ্মীরি উগ্র ভারতীয় সেনাদের বুলেটের শিকার হয়েছেন। আর গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত মোট আট জন বেসামরিক কাশ্মীরি যুবক উগ্র ভারতীয় সৈন্যদের হাতে শহীদ হয়েছেন।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের একটি প্রতিবেদন অনুযায়ী গত ১৯৮৯ সাল থেকে দখলদার ভারতীয় সেনাদের হাতে মোট ৯৫ হাজার ৯৮০ জন কাশ্মীরি মুসলিম নিহত হয়েছে এবং সাত দশকেরও বেশি সময় ধরে নিরপরাধ কাশ্মীরিদের রক্ত অবিরামভাবে প্রবাহিত হচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয় যে, প্রতিটি হত্যাকাণ্ড কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্যমে জাগিয়ে তোলে। কারণ কাশ্মীরের জনগণ তাদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য মরতেও প্রস্তুত। কিন্তু তবুও তারা কখনোই আত্মসমর্পণ করবে না।

বিশ্লেষকেরা বলছেন, কাশ্মীরের যুবকদের মধ্যে কাশ্মীরকে স্বাধীন করার মনোভাব আরও দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। আর যেভাবে উগ্র ভারতীয় সেনারা স্বাধীন কাশ্মীরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, তা অচিরেই ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে বলে মনে করেন তাঁরা।

তথ্যসূত্র:
—–
1. Indian troops martyr one more youth in Kupwara
https://tinyurl.com/5n6tprfb

2. Killing of innocent youth routine affair of trigger-happy Indian troops
https://tinyurl.com/y8rfhr5p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএকদিনে পাক-তালিবানের সাথে যুক্ত হল আরও ৩টি ইসলামি প্রতিরোধ বাহিনী
পরবর্তী নিবন্ধবুরুন্ডিয়ান ও পুন্টল্যান্ড ক্রুসেডারদের উপর আল-কায়েদার হামলা, ১৫ এরও বেশি সৈন্য নিহত