সামরিক কনভয়ে আল-কায়েদার অতর্কিত হামলা: ১১ বুরকিনান সেনা নিহত

আলী হাসনাত

0
1050

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক কার্যক্রম বাড়িয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। ফলশ্রুতিতে প্রতি মাসেই দেশটির সামরিক বাহিনীর বহু সংখ্যক সদস্য হতাহতের শিকার হচ্ছে।

স্থানীয় সূত্রমতে, গত ১৯ জানুয়ারি দেশটির সানমাতেঙ্গা এবং নায়লা প্রদেশে ২টি পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা।

সূত্র অনুযায়ী, জেএনআইএম যোদ্ধারা নায়লা প্রদেশের হামলাটি চালান টোমা এলাকায় সামরিক বাহিনীর একটি সরবরাহ কনভয়ে। কনভয়টি উক্ত এলাকা অতিক্রম করার চেষ্টা করলে মুজাহিদগণ তাতে অতর্কিত হামলা চালান। এই হামলায় বুরকিনান সামরিক বাহিনীর অন্তত ১১ সৈন্য নিহত এবং আরও ডজনখানেক সৈন্য আহত হয়েছে। একই সাথে শত্রুদের কয়েকটি সরবরাহ গাড়ি ধ্বংস হয়েছে।

এছাড়াও বরকতময় এই অভিযান শেষে মুজাহিদগণ শত্রুবাহিনী থেকে ১০টি জি-৩, কয়েকটি AGS-17 গ্রেনেড লঞ্চার, এক ডজন FN-FAL রাইফেল, ৫টি ম্যাগ, ২০০ রাউন্ডের বেশি গোলাবারুদ এবং ৮টি মোটরসাইকেল সহ অন্যান্য আরও অনেক অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় শাবাবের জোরদার হামলা: ১৩টি যান ধ্বংস, বহু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধ‘লাভ জিহাদের’ অভিযোগ তুলে মুসলিমদের উপর “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে হামলা