কাশ্মীরের রাজৌরিতে সেনাক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণ

- মুহাম্মাদ আব্দুর রউফ

0
817
হিন্দুত্ববাদী ভারত দখলকৃত কাশ্মীরে দেশটির দখলদার সেনাবাহিনী

ভারত দখলকৃত কাশ্মীরের রাজৌরি জেলাস্থ দখলদার ভারতীয় বাহিনীর একটি সেনাক্যাম্পে সহকর্মীর গুলিতে ৩ অফিসার সহ অন্তত ৫ সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ঐ সেনা অফিসার ক্যাম্পের ভেতরে তার সহকর্মীদের উদ্দেশ্য করে গুলি নিক্ষেপ ও গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানা যায়।

গত ৫ অক্টোবর বৃহস্পতিবার কাশ্মীরের রাজৌরি অঞ্চলের থানামন্দির নিলি পোস্টে এই ঘটনা ঘটে।

ঘটনার কয়েকদিন ধরেই উক্ত ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিস চলছিল বলে পিটিআই সূত্রে জানা গেছে। আর অভিযুক্ত ঐ সেনা অফিসার ছিলেন মেজর পদমর্যাদার অধিকারী; শুটিং প্র্যাকটিস সেশন চলাকালে তিনি কোন উস্কানি ছাড়াই তার সহকর্মী ও অধস্তন সেনা সদস্যদের লক্ষ করে গুলি চালাতে শুরু করেন বলে সেনাসূত্র জানিয়েছে। এরপর তিনি ছুটে অস্ত্র গুদামে আশ্রয় গ্রহণ করেন এবং সেখান থেকে তার সিনিয়র সেনা অফিসারদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করতে থাকেন। আর সেনাসূত্র তার গ্রেনেড নিক্ষেপের ফলে কেবল একজন সেনা আহত হওয়ার দাবি করেছে একটি এক্স পোস্টে।

শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি দীর্ঘ ৮ ঘণ্টা যাবত চলমান ছিল।

তবে ঘটনাটি স্বাধীনতাকামী কোন সংগঠনের পক্ষ থেকে ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে যুক্তি পাল্টা যুক্তি প্রদর্শন চলছে।
এবিষয়ে জম্মু ভিত্তিক প্রতিরক্ষা দফতরের লে. কর্নেল সুনিল বারাতওয়াল এক বার্তায় বলেছে, “আমি রাজৌরি অঞ্চলের সেনাক্যাম্পে গোলাগুলি বা সন্ত্রাসী হামলার বিষয়ে ফোনকল পেয়েছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, এটা কোন সন্ত্রাসী হামলা ছিল না। এটা ছিল ক্যাম্পের দুর্ভাগ্যজনক আভ্যন্তরীণ কোন্দল।”

তবে, ঘটনার পরপরই ক্যাম্পের পার্শ্ববর্তী একটি গ্রাম সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। বিষয়টি সার্বিক ঘটনা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ তৈরি করছে।

সন্দেহের আরও একটি কারণ হলো এই যে, এখন পর্যন্ত অভিযুক্ত অফিসারের নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।



 

তথ্যসূত্র:
1. Three army officers injured as colleague opens fire, explodes grenades inside camp in J-K’s Rajouri
https://tinyurl.com/2pdusdhz
2. 3 army officers among 5 injured as colleague opens fire, explodes grenades
https://tinyurl.com/d7fcsyd9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

18 − six =