বজরং দলের সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার গবাদি পশু ব্যবসায়ী

0
92

ভারতের কর্ণাটক রাজ্যের বিজয়পুরায় বজরং দলের সদস্যরা একজন মুসলিম গরু ব্যবসায়ীকে নির্মমভাবে প্রহার করেছে। গত ২ মে তারিখে বিজয়পুরা জেলার বাবালেশ্বর তালুকের সারওয়াদ ব্রিজের কাছে আক্রমণের শিকার হন বন্দে নওয়াজ নামের ঐ গরু ব্যবসায়ী। তিনি দুটি ষাঁড়, একটি গরু এবং একটি মহিষের বাছুর বাবালেশ্বর থেকে বিজয়পুরার দিকে নিয়ে যাচ্ছিল, এসময় আততায়ীরা তাদের গাড়িটিতে হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে বজরং দলের নেতা বীরেশ হিরেমাথ এবং রাজু বিরদারার নেতৃত্বে হামলাকারীরা নওয়াজকে আক্রমণ করে ফলে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা নওয়াজকে রক্তাক্ত অবস্থায় পাওয়ার পর দ্রুত চিকিৎসার জন্য তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাটি কর্ণাটকজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নওয়াজ জানিয়েছে প্রায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি হামলায় অংশ নিয়েছিল। হামলার ঘটনায় বাবালেশ্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

তথ্যসূত্র:
1.Cattle trader brutally assaulted by alleged bajrang dal members in Vijayapura
– https://tinyurl.com/5mjp7tnz
2. Man transporting cattle beaten up in Vijayapura district; case registered
-https://www.thehindu.com/news/national/karnataka/man-transporting-cattle-beaten-up-in-vijayapura-district-case-registered/article68136556.ece

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাত প্রদেশে গুরুত্বপূর্ণ ৩টি শিল্পকারখানা উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রায় ৩০ বছরেও কেন শেষ হয়নি পূর্বাচল শহর প্রকল্প?