বোলিকেসির যুদ্ধ: জেএনআইএম’এর যন্ত্রণাদায়ক আঘাতে মালির জান্তা ও ওয়াগনারের ৪৩৩ সৈন্য হতাহত

1
428

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা সংশ্লিষ্ট সামরিক শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। দলটির মুজাহিদিনরা মালির কেন্দ্রস্থলে অবস্থিত ডুয়েন্তজা অঞ্চলের বোলিকেসি শহরে বৃহৎ পরিসরে একটি সামরিক অপারেশন পরিচালনা করছেন। এতে শত্রু বাহিনীর কয়েক শতাধিক সৈন্য নিহত এবং ৩৩টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকার প্রতিবেদন থেকে জানা যায়, গত ১লা জুন রবিবার ভোর ৫:৩০ মিনিটের সময়, ভারী ও মাঝারি অস্ত্রে সজ্জিত জেএনআইএম’এর প্রায় ২০০ বীর মুজাহিদ মালির মোপ্তি রাজ্যে একটি সফল অভিযান চালিয়েছেন। রাজ্যের ডুয়েন্তজা অঞ্চলের উপকন্ঠে বোলিকেসি শহরে অবস্থিত জান্তা বাহিনীর একটি বৃহৎ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। জেএনআইএমের এই অভিযানটি ছিলো সাম্প্রতিক সময়ে মালিতে জান্তা ও ওয়াগনার বিরুদ্ধে মুজাহিদদের পরিচালিত একটি যন্ত্রণাদায়ক আঘাত।

এই অভিযানের তীব্রতা এতোটাই প্রকট ছিলো যে, শত্রু সৈন্যরা মুজাহিদদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করার এবং জীবন বাঁচাতে পালানোর মতো সুযোগও পায় নি। ফলে শত শত জান্তা এবং ওয়াগনার সদস্য হতাহতের শিকারে পরিণত হয়েছে। এই যুদ্ধের সময় শত্রুর একটি বোমারু বিমান ও কয়েকটি তুর্কি ড্রোন জান্তা বাহিনীকে সহায়তা করার চেষ্টা করে, কিন্তু মুজাহিদিনরা বিমানগুলি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে সেগুলো দিক পরিবর্তন করে ফিরে যায়।

জেএনআইএম প্রাথমিকভাবে ১৫ ওয়াগনার ভাড়াটে সৈন্য সহ ১০০ এর বেশি জান্তা সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। অপরদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, জেএনআইএম’এর হামলার সময় ঘাঁটিতে ৪৮৯ জান্তা ও ওয়াগনার সৈন্য ছিলো, কিন্তু হামলার পর মাত্র ৫৬ সৈন্যই জীবত ফিরে আসতে পেরেছে, হামলার পর নিখোঁজ বাকি ৪৩৩ সৈন্যের ভাগ্য অজানা। স্থানীয় সূত্রগুলো দাবি করছে যে, জেএনআইএম যোদ্ধারা ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার পর ঘাঁটির চারপাশে নিরাপত্তার জন্য খনন করা পরিখা থেকে ৯০ জান্তা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে, এছাড়াও ঘাঁটির অন্যান্য স্থানেও আরও কয়েক ডজন সৈন্যের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, বোলিকেসির যুদ্ধে শতাধিক শত্রু সৈন্য নিহত হওয়া ছাড়াও মুজাহিদিনরা শত্রু বাহিনীর বিভিন্ন ধরনের ৩৩টি সামরিক যান ধ্বংস করেছেন, যার মধ্যে ১১টি সাঁজোয়া যান এবং সরবরাহ বোঝাই ১টি সামরিক ট্রাকও রয়েছে।

এদিকে রবিবারের বোলিকেসির যুদ্ধক্ষেত্র থেকে পালানোর সময় ২২ শত্রু সৈন্যকেও আটক করেছেন মুজাহিদিনরা, বন্দীদের বন্দী সামরিক ঘাঁটির প্রধান কমান্ডারও রয়েছে। এছাড়াও যুদ্ধ শেষে মুজাহিদিনরা শত্রু সামরিক ঘাঁটি থেকে বিপুল সংখ্যক অস্ত্র শস্ত্র, গোলাবারুদ এবং সামরিক যান জব্দ করেছেন। এসকল জব্দকৃত গনিমতের মধ্যে রয়েছে ৩টি সামরিক যান, ২টি মর্টার, ২টি আরপিজি, ৫টি দুশকা মেশিনগান, ১৭৪টি ক্লাশিনকোভ রাইফেল, ২৭৪টি ম্যাগাজিন, ৪টি পিস্তল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mushjwp4

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী বামাকোয় জান্তা সরকারের উপর আল-কায়েদার বিরাট অর্থনৈতিক আঘাত
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলকে রক্ষায় জাতিসংঘে পাঁচবার ভেটো যুক্তরাষ্ট্রের!