লেবাননে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফের হামলা চালাল দুর্বৃত্ত ইসরায়েল

0
48

যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে লেবাননে আবারও হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। ৪ জুলাই, শুক্রবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী একাধিক গোলা বর্ষণ করে। এতে বসতবাড়ি, সরকারি যানবাহন এবং একটি কারখানা ধ্বংস হয়। বর্বর এ হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত তিনজন।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের দিকে। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানা বর্বর ইসরায়েলি গোলাবর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন।

২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়, দখলদার ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং নতুন কোনো সামরিক অভিযান চালাবে না। কিন্তু চুক্তি স্বাক্ষরের আট মাস পেরিয়ে গেলেও ইসরায়েল সেনা সরায়নি; বরং নতুন করে হামলা চালিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

এ অবস্থায় লেবাননের জনগণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। মানুষ আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় রয়েছে। অনেকেই বলছেন, চুক্তির শর্ত বারবার লঙ্ঘন করে বর্বর ইসরায়েল শুধু লেবাননের সার্বভৌমত্বকেই আঘাত করছে না, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও বিপন্ন করছে।


তথ্যসূত্র:
1. Israel bombards home, workshop in southern Lebanon in new ceasefire violation
– https://tinyurl.com/53urvn53
2. Israel bombards home, workshop in southern Lebanon in new ceasefire violation
– https://tinyurl.com/mtsrp657

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘যার হাতে ময়দার বস্তা, তাকেই মাথায় গুলি’: গাজায় এমএসএফ কর্মীর লোমহর্ষক বিবরণ
পরবর্তী নিবন্ধদুর্বৃত্ত ইসরায়েলের বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল যেন ‘বিশাল কারাগার’