‘যার হাতে ময়দার বস্তা, তাকেই মাথায় গুলি’: গাজায় এমএসএফ কর্মীর লোমহর্ষক বিবরণ

0
69

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় দখলদার ইসরায়েলি সেনাদের চালানো এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছেন ডক্টরস উইদাউট বর্ডারস (MSF)-এর এক কর্মী। বেঁচে ফিরেও ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না তিনি।

বেঁচে ফেরা এমএসএফ কর্মী জানান, “পাঁচটি ট্রাক দাঁড় করানো হয়েছিল, মানুষ আসছিল ময়দা সংগ্রহ করতে। হঠাৎ করে চারপাশ থেকে গুলি আসতে শুরু করল। যার হাতেই ময়দার বস্তা ছিল, তাকেই মাথায় গুলি করা হচ্ছিল”। নিরাপত্তার কারণে উক্ত কর্মীর নাম প্রকাশ করা হয়নি।

তিনি জানান, ঘটনার সময় স্নাইপার, ট্যাংক ও ড্রোন দিয়ে চারদিক থেকে মানুষদের টার্গেট করা হচ্ছিল। ময়দার বস্তাগুলো ছিল রক্তে ভেজা। অনেক লাশ পড়ে ছিল মাটিতে। আমরা এক বাড়ির ধ্বংসস্তূপের নিচে লুকিয়েছিলাম। তখন একটি ড্রোন এসে মাইক দিয়ে জানায়—‘হাতে কিছু নিতে পারবে না, লাশ বা আহত কাউকে তুলতে পারবে না। শুধু সামনে হাঁটো।’

অনেকেই সেখানে রয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরও ট্যাংক থেকে গোলাবর্ষণের আওয়াজ শোনা যাচ্ছিল। তরুণ ছেলেরা এক বস্তা ময়দার জন্য মারা যাচ্ছিল, কেউ কেউ তখনও জীবিত ছিল।

খাদ্যের জন্য মানুষের এই অসহায়তা বর্ণনার বাইরে। দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে খাদ্য প্রবেশ সীমিত করছে, আর সামরিকীকৃত খাদ্য বিতরণ ব্যবস্থা তৈরি করেছে, যা অপমানজনক এবং প্রাণঘাতী। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা পদ্ধতিগত ও পরিকল্পিত ক্ষুধার্ত করে রাখার কৌশল গাজার মানুষকে ধ্বংস করে দিচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় একদিনে ১৩৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬২৫ জন। সন্ত্রাসী ইসরায়েলের নৃশংস আগ্রাসনে গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।


তথ্যসূত্র:
1. “Young men, dying for a bag of flour.”
– https://tinyurl.com/54new2r7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের কিশতোয়ারে ভারতীয় বাহিনীর অভিযানে যুবক গুলিবিদ্ধ, গ্রেফতার কয়েকজন
পরবর্তী নিবন্ধলেবাননে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফের হামলা চালাল দুর্বৃত্ত ইসরায়েল