বাইবুকুল রাজ্যে সোমালীয় সরকারের বিশেষ একটি দলকে টার্গেট করে হামলা চালিয়েছে আল-কায়েদা। এতে মেয়র ও ডিপুটি মহরসহ ৬ সৈন্য হতাহত হয়েছে। সূত্র: শাহাদাহ্ নিউজ এজেন্সী
খবরে বলা হয়েছে, আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব মুজাহিদিন গত ৩১ অক্টোবর সোমালি সরকারের একটি বিশেষ দলকে টার্গেট করে সফল হামলা চালিয়েছেন। এতে সোমালি সরকারের কনসাহদিরি শহরের ডেপুটি মেয়র নিহত হয়েছে, যে ইব্রাহিম ইউসুফ নামে পরিচিত ছিলো।
পাশাপাশি হামলায় আরো ৪ সরকারী মিলিশিয়া সদস্য নিহত হয়েছিলো।
অপরদিকে শহরের মেয়র আবদুর রাজ্জাক শরীফ এই হামলায় আহত হয়েছিলো এবং মুরতাদ বাহিনীর এই বিশেষ দলটি যে সামরিক যান নিয়ে যাত্রা করে, তাও শাবাব মুজাহিদদের বোমা বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়।
সোমালিয়ার বাইবুকুল রাজ্যের দক্ষিণ-পশ্চিম বাকসাহিরি শহরে হারাকাতুশ শাবাব মুজাহিদিন বরকতময়ী এই সফল অভিযানটি পরিচালনা করেছেন।