কাশ্মীরে স্বাধীনতাকামীদের প্রতিরোধ হামলায় , ৪ ভারতীয় মালাউন সেনা নিহত

6
1611
কাশ্মীরে স্বাধীনতাকামীদের প্রতিরোধ হামলায় , ৪ ভারতীয় মালাউন সেনা নিহত

জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতের সেনাবাহিনীর উপর স্বাধীনতাকামীদের প্রতিরোধ হামলায় নিহত হয়েছে দেশটির এক সেনা কর্মকর্তাসহ চার মালাউন সেনা। একই ঘটনায় শহীদ হয়েছেন তিনজন স্বাধীনতাকামী।

শনিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত সংবাদের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জম্মু–কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী`কথিত সন্ত্রাসবিরোধী’ অভিযান চলাকালে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য নিহত হয়।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছে, মাচিল সেক্টরের (‌উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায়)‌ কাছে এলসি ফেন্সে সেনার পেট্রোলিং চলার সময় স্বাধীনতাকামীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি জম্মু–কাশ্মির সীমান্তে এপ্রিলের পর বড় কোনো সংঘর্ষের ঘটনা।

সূত্র : দ্য ওয়াল।

6 মন্তব্যসমূহ

  1. আলহামদু লিল্লাহ।

    একটা বড় গাছের যদি নিচ কেটে দেয়া হয় অই বড় গাছ বা বড় বস্তু আর দাড়াতে পারেনা। তার বড়ত্ব কোন কাজে আসে না। ইনশা আল্লাহ
    কাশ্মীরের ক্ষেত্রেও তাই হবে। প্রত্যেকটা মালাউন মুশরিক নাক ক্ষত দিয়ে কাশ্মীর ছাড়বে। অচিরেই এই দিন দেখব আমরা।

  2. আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ,,,,,,!!

    এসব পরিস্থিতি গুলো গাজওয়ায়ে হিন্দর সূচনাকে আরোও তরান্বিত করছে,,,,,,,!!

    আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুণ আমীন ইয়া রাব্বাল আলামীন।।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়া | ক্রুসেডার বাহিনী থেকে একটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন মুজাহিদিন
পরবর্তী নিবন্ধবিজিপির গুলিতে বাংলাদেশি জেলের মৃত্যু