দখলদার ইসরাইলে সৌদি বিমান অবতরণের একদিন পর সৌদিতে অবতরণ করল ইসরাইলি বিমান।
ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলে এই খবর নিশ্চিত করা হয়। খবরে বলা হয়, গতো ২৭ অক্টোবর ইসরাইলের একটি বিমান সৌদি আরবে অবতরণ করে।
অবৈধ দখলদার ইসরাইলের সাথে সৌদি আরবের প্রাতিষ্ঠানিক কোন কূটনৈতিক সম্পর্ক এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তবে গোপনে দেশ দু’টির নাগরিকদের সফর, আলোচনা ও কূটনৈতিক রফাদফা চলে আসছে বহুদিন ধরে৷
গত বছর আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর দালাল শাসকরা দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে৷ এর পরপরই দালাল সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান পবিত্র ভূমি সৌদি আরবের আকাশপথকে ইহুদিদের জন্য খুলে দেয়। ফলে আকাশপথে যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যায়। এতে ভারতের সাথে ইসরাইলি বিমান চলাচলের সময়ও ২ ঘন্টা সময় কমে আসবে।
দখলদার ইসরাইলের সাথে বিমান চলাচল শুরু হওয়ার মাধ্যমে সৌদি প্রশাসন মূলত ইহুদিদের সাথে তাদের গোপন মিত্রতা প্রকাশ্যে নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তারা বলছেন যে, বিন সালমান ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে ইসরাইলের সাথে সৌদির দহরম মহরম বেড়েই চলেছে।
কথিত আছে যে এই বিন সাল্মানের মা এবং তাকে লালনপালনকারী মহিলা – উভয়েই ইহুদি; তার চিন্তা-চেতনায় তাই এদের প্রভাব ব্যাপক।
তথ্যসূত্র :
——-
১। First direct flight from Israel lands in Saudi Arabia –
https://tinyurl.com/2e5jyek8