ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২ জুলাই, ২০২৪

0
177

• ইসরায়েলি বাহিনীর নির্দেশে খান ইউনিস ছেড়ে স্বীকৃত ‘নিরাপদ অঞ্চল’-এ আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনিরা। কথিত সেই ‘নিরাপদ অঞ্চলে’ বিমান হামলা চালিয়ে এখন ১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট দখলদার বাহিনী। নিহতদের মধ্যে ৯জনই এক পরিবারের।
• খান ইউনিস ছাড়ার নির্দেশ দিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে আড়াই লক্ষাধিক ফিলিস্তিনি ভুগবে বলে অনুমান করছে জাতিসংঘ।
• খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন শত শত আহত ও অসুস্থ রোগী। এখন সেখানে কেবল ৩ জন রোগী অবশিষ্ট আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি।
• দখলীকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঐ এলাকায় ২৪ ঘণ্টায় ৬ জনকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী। নিহতদের মধ্যে একজন নারী এবং এক শিশু রয়েছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৯২৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৮৭,১৪১ জন ফিলিস্তিনি।
• রাফার পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর দুটি মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় জায়োনিস্ট পদাতিক বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছে শত্রু সৈন্যদের হতাহত করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• শুজাইয়া পাড়ায় ১৪ সদস্যের একদল জায়োনিস্ট বাহিনী একটি বাড়িতে অবস্থানকালীন সেখানে টিবিজি দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• শুজাইয়া পাড়ায় জিরো রেঞ্জ থেকে জায়োনিস্ট দুই সৈন্যকে খতম করেছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ার কবরস্থানের কাছে একদল জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাভাষী “টিটিপির অফিসিয়াল চ্যানেল” নিয়ে সতর্কবার্তা
পরবর্তী নিবন্ধপাকিস্তান জুড়ে জুন মাসে টিটিপির ৯৬ অভিযানে ১৯৭ সেনা হতাহত