মোগাদিশুর দক্ষিণে জাবিদ এবং আনোলি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছেন আশ-শাবাব মুজাহিদিন

0
153

আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের সামরিক নেতৃত্ব ২৫ জুলাই (শুক্রবার), এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার নিম্ন শাবেলি রাজ্যের গুরুত্বপূর্ণ ২টি শহর পুনরুদ্ধার করেছেন।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ২৫ জুলাই শুক্রবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে একটি সমন্বিত সামরিক অপারেশন পরিচালনা করেছেন। মুজাহিদিনরা দেশের দক্ষিণাঞ্চলীয় নিম্ন শাবেলি রাজ্যের আফগুয়ে জেলার উপকণ্ঠে অবস্থিত জাবিদ এবং আনোলি শহরে বিশাল আকারের উক্ত আক্রমণটি পরিচালনা করেন।

মুজাহিদদের সমন্বিত এই অভিযানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় শহর ২টিতে অবস্থিত ক্রুসেডার আফ্রিকান জোটের অংশীদার উগান্ডান বাহিনী। এসময় পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীও মুজাহিদদের তীব্র আক্রমণের মুখোমুখি হয়।

আশ-শাবাবের সামরিক নেতৃত্ব জানিয়েছেন যে, গত কয়েকদিন ধরেই, ক্রুসেডার জোট আফগুয়ের উপকণ্ঠে ইসলামী শরিয়াহ্ শাসনের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড তীব্রতর করেছে। পশ্চিমা জোট ন্যাটো বিমানগুলো সরাসরি এতে হস্তক্ষেপ করে এবং শত্রু বাহিনীকে বিমান সহায়তা করে। বিশেষ করে ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুর্কি বিমানগুলো এই অঞ্চলের মুসলিম বাসিন্দাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দখলদারদের এসব হামলার শিকার বেশিরভাগ লোকই স্থানীয় কৃষক।

দখলদার বাহিনী ও তাদের মিত্রদের এধরণের নৃশংস হামলার জবাবে শুক্রবার ভোরের আলো ফোঁটার আগ থেকেই মুজাহিদিনরা ক্রুসেডার এবং ধর্মত্যাগী মোগাদিশু বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে বিভিন্ন অক্ষ থেকে ভারী আক্রমণ শুরু করেন। মহান রব্বুল আলামিনের সাহায্যে মুজাহিদিনরা শত্রু বাহিনীকে চূর্ণ করার পর, জাবিদ এবং আনোলি শহরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমন্বিত এই আক্রমণের সমাপ্তি ঘটান।

মুজাহিদদের বীরত্বপূর্ণ এই আক্রমণের ফলে ক্রুসেডার এবং ধর্মত্যাগী সামরিক বাহিনীগুলোর মধ্যে ব্যাপক নিহত এবং আহতের ঘটনা ঘটে। এসময় অন্য সৈন্যরা জীবন বাঁচাতে তাদের পরিবার পরিজন এবং যুদ্ধক্ষেত্রে অনেক সৈন্যের মৃতদেহ ফেলে রেখেই পালিয়ে যায়। অভিযানের সময় মুজাহিদিনরা বহু অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং যানবাহন গনিমত হিসাবে জব্দ করেন।

অভিযানের কিছু দৃশ্য দেখুনঃ


তথ্যসূত্র:
– https://tinyurl.com/42pbcd42

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাতিল এবং ‘জঙ্গি নাটক’-এর প্রতিবাদে সকল শ্রেণী-পেশার মানুষের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমিশর সরকারের চাপে ইসরায়েলের বিরুদ্ধে দেওয়া ফতোয়া সরিয়ে নিল আল-আজহার বিশ্ববিদ্যালয়