
পাকিস্তানের খাইবার এজেন্সিতে দেশটির সেনাবাহিনী ও ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মধ্যে কয়েক ঘন্টার তীব্র এক লড়াই সংঘটিত হয়েছে। এতে কমপক্ষে ৪ শত্রু সেনা নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়েছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ’র জারি করা এক বিবৃতি থেকে জানা যায়, রবিবার ১৭ আগস্ট ভোরে, আইএমপি এর মুজাহিদিনরা খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় একটি বড়ধরণের সামরিক অপারেশন পরিচালনা করেছেন। উপত্যকার আকবর-কালী এলাকায় অবস্থিত সামরিক পোস্ট থেকে বোচি এলাকায় অবস্থিত সামরিক পোস্টে যাওয়ার পথে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে আক্রমণটি চালানো হয়। মুজাহিদিনরা এসময় তিনটি ভাগে বৃহৎ পরিসরে সামরিক কনভয়টি লক্ষ্য করে এই অপারেশনটি পরিচালনা করেন।
এতে উক্ত এলাকায় আইএমপি মুজাহিদিন ও পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা ভোর ৫টায় শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে। ফলশ্রুতিতে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
আইএমপি মুখপাত্র প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন যে, মুজাহিদদের বীরত্বপূর্ণ এই অভিযানে শত্রু সামরিক বাহিনীর অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়েছে। সেই সাথে শত্রু সদস্যদের বহনকারী দুটি সামরিক ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/5dynz8xb


