হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের উপরে পুলিশের লাঠিচার্জ

0
700
হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের উপরে পুলিশের লাঠিচার্জ

আরও একবার কৃষকদের রক্ত ঝরল। লজ্জায় ভারতের মাথা হেঁট হয়ে যাচ্ছে।’ কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।

গত (শনিবার) বিজেপিশাসিত হরিয়ানার কারনালে বস্তারা টোল প্লাজার কাছে জাতীয় সড়কে জড়ো হয়েছিলেন প্রতিবাদী কৃষকরা। এ সময়ে কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করলে রক্তাক্ত অবস্থায় আহত হয় কৃষকরা। ওই ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কৃষকরা রাজ্যের হিসার, সিরসা, ফতেহাবাদ, ভিওয়ানি, জিন্দ, রোহতক, আম্বালা, কার্নাল, পানিপথ, সোনিপথসহ সমস্ত জেলায় জাতীয় মহাসড়ক এবং টোল প্লাজা অবরোধ করেন। এরফলে কয়েক কিলোমিটার জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা গুরনাম সিংহ চাধুনি বলেন, ‘সরকার যদি কৃষকদের কাছে এসে কথা না বলে, অনির্দিষ্টকাল ধরে অবরোধ চলবে। তাঁর কথায়, ‘দরকার হলে আমরা রাস্তাতেই মরব। কিন্তু দেশকে বেচতে দেব না।’

উল্লেখ্য, ভারতের মিডিয়াগুলো শুধু আফগান আর তালেবান নিয়ে মিথ্যে বিদ্বেষ ছড়াতে ব্যস্ত। নিজ দেশের অন্যায় অবিচারগুরোর ব্যাপারে তারা অন্ধ হয়ে গেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য প্রদেশে বিভিন্ন ঠুনকো অজুহাতে মুসলিম যুবকদের মারধর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার বিজয়ে আল-কায়েদার শুভেচ্ছা বার্তা এবং মুসলিম ভূমিগুলো পূণরুদ্ধারের ডাক