এক মাসে ৬৬ শিশু সহ ৪০২ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার ইসরাইল

আলী হাসানাত

0
922
এক মাসে ৬৬ শিশু সহ ৪০২ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার ইসরাইল

চলতি বছরের নভেম্বর মাসে দখলদার ইসরাইল ফিলিস্তিনের ৬৬ শিশু সহ ৪০২ জন মুসলিমকে ধরে নিয়ে গেছে।

গত ১১/১২ তারিখ শনিবার কুদুস নিউজ নেটওয়ার্ক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, জয়োনিস্ট ইসরাইল গত নভেম্বর মাসে ৪০২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে ৩ জন মুসলিম নারী ও ১৮ বছরের কম বয়সী ৬৬ শিশুও রয়েছে।

শুধুমাত্র নভেম্বর মাসেই সন্ত্রাসী ইসরাইল ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম থেকে ৫৪ শিশুসহ ১৬০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

দখলদার ইসরাইল কর্তৃক ১২৩টি প্রশাসনিক বন্দী আদেশের মধ্যে ৮৪ টি পুনঃ নবায়নকৃত আদেশ ও ৩৯টি নতুন বন্দী আদেশ ছিল।

বর্তমানে দখলদার ইসরাইলী ইহুদীদের কারাগারে ১৭০ শিশু ও ৩২ মুসলিম নারী সহ ৪ হাজার ৫ শত ৫০ জন ফিলিস্তিনি কারাবন্দী আছেন। তাছাড়াও ৫০০ জন প্রশাসনিক বন্দী বিনা বিচারে জেল খাটছেন।

উল্লেখ্য, ইসরাইলি কারাগারে এসব বন্দীদের মধ্যে ১৯৪৮ সালে ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চলসমূহের ৭০ জন ফিলিস্তিনি, ৩৫০ জন জেরুজালেমবাসী, ২৩০ জন গাজার মুসলিমও রয়েছেন।

কারাবন্দীদের মধ্যে ১৯৯৩ সালের অসলো চুক্তির (Oslo Accords) পূর্বে গ্রেফতার হওয়া ২৫ ফিলিস্তিনি, ২০ বছরের অধিক সময় ধরে কারাভোগকারী ৪৯৯ জন মুসলিম, ৫৪৪ জন আজীবন ও ১০৪ জন ফিলিস্তিনি ২০ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আছেন।

প্রতিবেদন মতে, ১৯৬৭ সাল থেকে ৭২ জন ফিলিস্তিনি ইসরাইলি কারা অভ্যন্তরে চিকিৎসার অভাবে মারা গেছেন।

উল্লেখ্য, গত ২০২০ সালে অভিশপ্ত ইসরাইল ১,১১৪ প্রশাসনিক বন্দী আদেশের মাধ্যমে ৫৪৩ শিশু ও ১২৮ নারী সহ ৪ হাজার ৬ শত ৩৪ জন নিরপরাধ ফিলিস্তিনিকে গ্রেফতার করে।

গত জুন মাসে সন্ত্রাসী ইসরাইল ১০০টি প্রশাসনিক আদেশের মাধ্যমে ৯২ শিশু ও ২৪ নারী সহ ৬১৫ জন ফিলিস্তিনিকে বন্দী করে।

গত জুলাই মাসে ৯৮টি প্রশাসনিক আদেশের মাধ্যমে ৪৭ শিশু ও ১৭ নারী সহ ৫১৩ জন ফিলিস্তিনি মুসলিমকে গ্রেফতার করে।

গত আগষ্ট মাসে ৯১টি প্রশাসনিক আদেশ বলে ৪৬ শিশু ও ৮ নারী সহ ৩৪৫ ফিলিস্তিনিকে আটক করে।

গত সেপ্টেম্বর মাসে দখলদার ইসরাইল ১২১টি প্রশাসনিক আদেশে ৬৭ শিশু ও ১২ নারী সহ ৪২৪ জন নিরপরাধ মুসলিমকে গ্রেফতার করে।

সূত্রঃDuring November 2021, ‘Israel’ arrested 402 Palestinians, including 66 children; https://tinyurl.com/2p94s3zp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় ফের আল-কায়েদার হামলা, নিহত ৩ সেনা, আহত অনেক
পরবর্তী নিবন্ধইথিওপিয়া | ইসলামি ভূমি বিস্তারে আল-কায়েদার নতুন স্ট্রেটেজি, প্রশিক্ষণ দেয়া হচ্ছে স্থানীয় বিদ্রোহীদের