মধ্যপ্রদেশে মুসলিমদের ঐতিহাসিক স্থান ভাঙচুর, জাফরান রংয়ের প্রলেপ

উসামা মাহমুদ

0
878
মধ্যপ্রদেশে মুসলিমদের ঐতিহাসিক স্থান ভাঙচুর, জাফরান রংয়ের প্রলেপ

ভারতের হিন্দুত্ববাদীরা মুসলিমদের ঐতিহাসিক স্থানগুলোকে ধ্বংস করে দিচ্ছে।। তাদের উদ্দেশ্য হলো মুসলিমদের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলা। সেই লক্ষ্যেই তারা একরপর এক ইসলিামিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

১৩ই মার্চ, রবিবার ভোরে মধ্যপ্রদেশের নর্মদাপুরম শহরের কাছে একটি মুসলিম ঐতিহাসিক স্থাপনায় ভাংচুর করেছে এবং সেখানে জাফরান রং লাগিয়ে দিয়েছে।
তারা সাধারণত হিন্দুদেরে স্থাপনা থেকে মুসলিদেরগুলো পৃথক করতেই এমনটা করে থাকে।

দিল্লির মুসলিমবিরোধী দাঙ্গার সময়েও দেখা গেছে যে, হামলার আগে উগ্র হিন্দুরা মুসলিদের দোকানগুলোতে জাফরান রং লাগিয়ে দিয়েছিল। হামলার পরে দেখা গেছে দুইপাশে হিন্দুদের দোকান অক্ষত রয়েছে। আর মাঝখানের মুসলিম দোকানটিতে লটপাট ও অগ্নিসংযোগ করেছে।

স্থাপনার তত্ত্বাবধায়ক আব্দুল সাত্তার বলেছেন, যে রবিবার সকাল ৬ টায় স্থানীয়রা তাকে জানায় যে স্থাপনাটির মিনার, গম্বুজ, এবং প্রবেশপথে জাফরান রঙ করা হয়েছে। এর কাঠের দরজা ভেঙে ফেলেছে।

তথ্যসূত্র:
——
1. Muslim shrine vandalised, painted saffron in Madhya Pradesh
https://tinyurl.com/5n96vxc4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | সামরিক ঘাঁটিতে আল-কায়েদার অসাধারণ হামলায় ১০ এর বেশি সেনা নিহত, একটি সামরিক কনভয় জব্দ
পরবর্তী নিবন্ধপাক-তালিবানের অসাধারণ হামলায় এক ডজনেরও বেশি পাকি সৈন্য হতাহত