উত্তর সিরিয়ার আলেপ্পোর গ্রামীণ এলাকায় সশস্ত্র তুর্কি (টিএসকে) বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে দেশটির ২ এর বেশি সেনা সদস্য নিহত ও আহত হয়েছে।
তুর্কিভাষী ‘মেপা নিউজ’ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত ২৭ মার্চ রবিবার, সিরিয়ার আলেপ্পো সিটিতে একটি সামরিক কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। যা রাজ্যটির আতারিব শহরের কাছে সেক্যুলার তুরস্কের সেনাবাহিনীকে টার্গেট করে চালানো হয়েছিল।
সূত্র জানায় যে, উক্ত হামলায় কমপক্ষে ২ তুর্কি সৈন্য আহত হয়েছে। সূত্রটি এও নিশ্চিত করেছে যে, সামরিক কনভয়টি লক্ষ্য করে কুখ্যাত নুসাইরি (শিয়া) বাশার আল-আসাদ সরকারের তৈরি একটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলাটি চালানো হয়েছে। তবে হামলাটি কারা চালিয়েছে তা এখানো স্পষ্ট না।
এদিকে, কুখ্যাত নুসাইরি সরকারের তৈরি এধরণের অনেক অত্যাধুনিক অস্ত্র এখনো বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের কাছে মৌজুদ আছে বলে জানা যায়। যেসব অস্ত্রগুলো প্রতিরোধ যুদ্ধের শুরুর দিকে গনিমত হিসাবে লাভ করেছিলেন বিভিন্ন ইসলামি প্রতিরোধ বাহিনীগুলো।
হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া কনভয়ে সাঁজোয়া যানের কয়েকটি ছবি দেখুন: