তিন কাশ্মীরি যুবককে শহীদ করেছে দখলদার ভারতীয় সেনারা

0
141

গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) কাশ্মীরের কুপওয়ারা জেলায় তিনজন যুবককে শহীদ করেছে দখলদার ভারতীয় সেনারা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দখলদার ভারতীয় সেনাবাহিনী কুপওয়ারা জেলার তাংধর এলাকায় একটি এলাকা ঘেরাও করে অভিযান চালায়, সেখানে এক যুবক নিহত হন। পরবর্তীতে একই এলাকায় সন্দেহের জেরে আরও দুই যুবককে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী।

জানা যায়, তাংধর এলাকায় ২৮ আগস্ট থেকে ভারতীয় বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। তাদের অভিযানে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। সেনাবাহিনীর অভিযানে অসংখ্য বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। ভারতীয় বাহিনী উক্ত এলাকায় এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, কাশ্মীর অঞ্চলে ভারতীয় দখলদার বাহিনীর বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছে, বিশেষ করে স্থানীয় যুবকদের প্রতিনিয়তই জঙ্গি অযুহাতে হত্যা করে চলেছে ভারতীয় বাহিনী।


তথ্যসূত্র:
1. Indian troops martyr three Kashmiri youth in Kupwara district
– https://tinyurl.com/yc45bjhe
2. Kupwara encounters: 3 infiltrators likely killed in Machhal, Tangdhar operations, says Army
– https://tinyurl.com/fk2m4ny3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২ কোটিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ৫০ লক্ষে কলেজের অধ্যক্ষ পদ বিক্রি করত দীপু মনি
পরবর্তী নিবন্ধইসরায়েলের বিরুদ্ধে ইস্তেশহাদী হামলা পুনরায় শুরুর আহ্বান হামাস নেতা খালিদ মিশালের