
আল-কায়েদা ইসলামি মাগরিব সংশ্লিষ্ট সামরিক শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। মালি, বুরকিনা ফাসো এবং নাইজার সহ পশ্চিম আফ্রিকার অর্ধডজন দেশে সক্রিয় জেএনআইএম। সম্প্রতি দলটি তাদের মিডিয়া সংস্থা আয-যাল্লাকার মাধ্যমে “খালিদ বিন ওয়ালিদ” নামক একটি প্রশিক্ষণ শিবির থেকে মুজাহিদদের সামরিক প্রশিক্ষণেন ২২টি ছবি প্রকাশ করেছে।
বুরকিনা ফাসো এবং আইভরিকোস্ট সীমান্তে অবস্থিত মালির সিকাসো রাজ্য থেকে এই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে বলে জানা গেছে। রাজ্যটিতে জেএনআইএম-এর এই সামরিক কর্মযজ্ঞে অংশ নিয়েছেন পশ্চিম আফ্রিকার বাম্বারা, বোবো, মালিঙ্কেস এবং সিমনসর জাতিগোষ্ঠীর যুবকরা। এই যুবকরা ক্যাম্প থাকে শরিয়াহ্ ও সামরিক প্রশিক্ষণ শেষে যোগ দিবেন জেএনআইএম-এর বিভিন্ন আঞ্চলিক সামরিক ইউনিটগুলোতে।
জেএনআইএম-এর “খালিদ বিন ওয়ালিদ” (রাদিআল্লাহু তাআ’লা আনহু) সামরিক প্রশিক্ষণ ক্যাম্পের কিছু দৃশ্য দেখুন…