কাশ্মীরের কিশতোয়ারে ভারতীয় বাহিনীর অভিযানে যুবক গুলিবিদ্ধ, গ্রেফতার কয়েকজন

0
35

অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় টানা তৃতীয় দিনের মতো ঘেরাও ও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, গত ৩ জুলাই থেকে জেলার কানজাল মান্ডু ও কুচল-চাতরু এলাকায় সেনা ও আধাসামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। দখলদার বাহিনী অভিযানে ড্রোন ও স্নিফার কুকুর ব্যবহার করছে এবং কাশ্মীরি স্বাধীনতাকর্মীদের খুঁজে পেতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে গোটা এলাকা ঘিরে রেখেছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় ভারতীয় বাহিনীর গুলিতে একজন যুবক আহত হয়েছেন।

এদিকে, পুলওয়ামা জেলার ত্রাল এলাকার ওয়াগাদ ক্রসিংয়ে চালানো আরেক অভিযানে দুই কাশ্মীরি যুবককে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী। গ্রেফতারকৃতদের ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ বা গেরিলা সংগঠনের সহায়তাকারী বলে দাবি করে সেনারা বলেছে, ওই দুই যুবক ত্রাল ও অবন্তীপোরা এলাকায় স্বাধীনতাপন্থীদের অস্ত্র ও রসদ সরবরাহে যুক্ত ছিল।

প্রসঙ্গত, কাশ্মীরজুড়ে প্রায় প্রতিদিনই এ ধরনের অভিযান, ধরপাকড় ও হয়রানি চালাচ্ছে দখলদার ভারতীয় বাহিনী। বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরের জনগণকে ভয়ভীতি দেখিয়ে দমন করাই এসব অভিযানের লক্ষ্য।


তথ্যসূত্র:
1. Indian troops continue cordon and search operation in Kishtwar
– https://tinyurl.com/4x67a8bk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি একটি অনিবার্য বাস্তবতার স্বীকারোক্তি: আনাস হাক্কানি
পরবর্তী নিবন্ধ‘যার হাতে ময়দার বস্তা, তাকেই মাথায় গুলি’: গাজায় এমএসএফ কর্মীর লোমহর্ষক বিবরণ