
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ক্ষুদ্র দোকানীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নেতা হল ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ এবং ইবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন। ঈদের ছুটিতে দোকান বন্ধ রাখার পরে দোকান খুললে তারা প্রথমে দেখা করতে বলে এবং পরবর্তীতে বড় ভাইয়ের জন্য কিছু টাকা চেয়েছে বলে অভিযোগ দোকানী আহাদের।
জানা যায়, রবীন্দ্র নজরুল কলা ভবনের বিপরীত পাশে একটি ছোট দোকান চালায় আব্দুল্লাহ আহাদ। ঈদের আগে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় তার দোকানের বেশিরভাগ মাল নষ্ট হয়ে যায় এজন্য পরবর্তীতে সে আর সহসাই দোকান চালু করতে পারেনি। এরপরে অভিযুক্ত ছাত্রদল নেতা উল্লাস তাকে দেখা করতে বলে এবং দেখা না করলে দোকান ছেড়ে দিতে বলে। দোকান ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল নেতা উল্লাস তাকে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে বলে।
ভুক্তভোগী দোকানী আহাদ গণমাধ্যমকে জানায়, ঈদের বন্ধের সময় আমাকে একদিন উল্লাস ভাই ফোন দিয়ে বলে তুমি আমার সাথে দেখা করিও। তো আমি কিছুদিন পর ওনার সাথে দেখা করি। ওনি তখন বলে যে, তুমি কী দোকান ছাড়বা। আমি বললাম যে, ভাই আমি ছাড়বো না, বন্ধের পর দোকান চালু করবো। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। আমার সাথে একদিন দেখা করিও। এরপর একদিন দেখা করি কিন্তু কিছু বলে নাই। আজকের হঠাৎ দুপুর একটার দিকে উল্লাস ভাই আর সাব্বির ভাই দোকানে এসে বাইরে নিয়ে যায় তারপর বলে যে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে। আমি বললাম যে আমি কিছু আগেই দোকান খুললাম এখন তো টাকা নেই। পরে বলে যে আমরা বুধবারের দিন আসবো। তুমি টাকা রেডি করে রাখিও, কোন সমস্যা হইলে ভাই দেখবেনে। কিন্তু কত টাকা দিতে হবে সেটার পরিমাণ বলে নাই। বলছে যে বড় ভাই আসলে তখন দিয়ে দিও। আর কোনো সমস্যা হলে বড় ভাই দেখবে।
তথ্যসূত্র:
১. ‘বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিও’— মুদি দোকানির কাছে ইবি ছাত্রদল নেতাদের চাঁদা দাবি
– https://tinyurl.com/4vyhs62z