অপরুপ সৌন্দর্যের এক লীলাভূমি আফগানিস্তান, যার প্রতিটি প্রান্তজুড়ে দাঁড়িয়ে আছে শত শত পাহাড় আর টিলা, যেগুলোকে মহান রব আফগান জাতির মুক্তির অন্যতম সহায়ক বানিয়েছেন। পাহাড়ীয় এই ভূমিকে মনোরম ও আকর্ষণীয় করে তুলেছে সবুজ শ্যামলে ভরা গাছপালা ও পাহাড়ের ঝর্ণাগুলো।
কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ভূমিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে দখলদার আমেরিকা ও তাদের মিত্র বাহিনী এবং তাদের আফগান গোলামরা। ইনশাআল্লাহ্, খুব শীঘ্রই এই ভূমি আবার সজিবতায় ভরে উঠবে। যার প্রাকৃতিক দৃশ্য দর্শকদের চোখ জোড়াবে আর সে এই সৌন্দর্য দেখে মহান আল্লাহ তা’আলার প্রশংসা করতে থাকবে।
আমরা এখন প্রাকৃতিক যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এগুলো হল আফগানিস্তানের উরুজগান প্রদেশের চিনার্তো জেলার। বর্তমানে এই অঞ্চলটি ইসলামী ইমারাত আফগানিস্তানের নিয়ন্ত্রণাধীন।