ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালেবান মুজাহিদিন তাদের নিয়ন্ত্রিত পারওয়ান প্রদেশের সায়াগ্রিড জেলার একটি এলাকায় বন্যার্ত পরিবারগুলোর মাঝে ত্রানসামগ্রী বিতরণের কাজ করছেন।
গত মাসে আফগানিস্তানে বন্যা ও পাহাড় ধ্বসে পড়ার ঘটনা ঘটলে শতাধিক মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়ে পড়েন কয়েক হাজার মানুষ।
এমন পরিস্থিতিতে ইমারতে ইসলামিয়া তার সাধ্য অনুযায়ী এসকল পরিবারগুলোর নিকট নিজেদের সাহায্যের হাত বাড়ি দিয়েছিলেন। ইতিপূর্বে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তালেবান সরকার। সামর্থ অনুযায়ী বন্যায় আক্রান্ত অসহায়দের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছেন, যার কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছেন মুজাহিদগণ।
এই পরিপ্রেক্ষিতে, ইমারতে ইসলামিয়ার তালেবান মুজাহিদিন এবার পারওয়ান প্রদেশের সায়াগ্রিড জেলায় ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছেন। যার বেশ কিছু ছবি ইতিমধ্যে তালেবানদের আল-ইমারাহ স্টুডিও কর্তৃক প্রকাশিত হয়েছে।