মুসলিম মালিকানাধীন শপিং মলে নামাজ পড়ায় মুসল্লিদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী পুলিশের এফআইআর

মাহমুদ উল্লাহ

1
544

উত্তরপ্রদেশের লখনৌতে ভারতের অন্যতম বড় শপিং মল খুলছে একজন মুসলিম ধনকুবের ইউসুফ আলি। সেখানে মুসলিমরা নামাজ আদায় করায় হিন্দুত্ববাদীরা আন্দোলনে নেমেছে। হিন্দুত্ববাদী পুলিশ মুসল্লিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

নামাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর, হিন্দু সন্ত্রাসী সংগঠন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা মলের গেটের বাইরে বিক্ষোভ করে। সংগঠনের সদস্যরা গত শুক্রবার মলে হিন্দুত্ববাদীদের হনুমান চালিসা পাঠ করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছে।

গত বৃহস্পতিবার অখিল ভারত হিন্দু মহাসভা এ নিয়ে আপত্তি তুলেছে এবং সমস্ত হিন্দুদের ওই শপিং মল বয়কট করার ডাক দিয়েছে।
উল্লেখ্য, হিন্দুত্ববাদীরা ইতিপূর্বেও মুসলিম ব্যবসায়ী ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছে। তারা মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করে দুর্বল বানানোর চেষ্টা চালাচ্ছে।

ভারত এখন মুসলিমদের জন্য এতোটাই সঙ্কুচিত হয়ে পরেছে যে, নিজ ধর্মীয় বিধান পালন করাও অন্যায়। হিন্দুত্ববাদীরা মুসলিমদের নামাজ, কোরবানি সহ মৌলিক বিধান পালন করতে বাধা দিচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়ে মুসলিমদের গণহারে হত্যার চক বাস্তবায়ন করেছে।

এ অবস্থায় মুসলিমদের পূর্ব থেকেই সতর্কতা অবলম্বন করে নিজ পরিবার ও জাতিকে রক্ষায় নববী মানহাজের অনুসরণ করে নিজেদের প্রতিরক্ষা জরদার করার আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবীদ হক্কানী উলামায়ে কেরাম।


তথ্যসূত্র:
——–
1. UP Police file FIR against Muslims who offered namaz at Lulu Mall
https://tinyurl.com/5xubktpu
2. https://tinyurl.com/2p9bbhmh

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারও গাজায় হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরাইল
পরবর্তী নিবন্ধকাশ্মীরে আবারো স্বাধীনতাকামীদের হামলা : নিহত এক ভারতীয় সেনা