• রাফায় ইসরায়েলি হামলার কারণে ইসরায়েলের উপর স্যাংশন এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়েছেন জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষজ্ঞ।
• রাফায় ইসরায়েলের হামলা ‘বড় কোনো অপারেশন’ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অথচ রাফায় হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে জায়োনিস্ট বাহিনী, হত্যা করেছে অগণিত ফিলিস্তিনিকে, বাস্তুচ্যুত হয়েছেন আরও ১০ লাখের বেশি ফিলিস্তিনি।
• রাফার কথিত ‘সেফ জোন’ এ গত চারদিন ধরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নারী ও শিশুসহ ৬০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
• ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আল-মাসিরাহ টিভি। আহতের সংখ্যা অন্তত ৩৫ জন।
• জেনিন থেকে ৪ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,২২৪ জন ফিলিস্তিনি।
• জেনিনে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকবার তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড।
• রাফার তাল জুরুবের পেছনে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• উত্তর গাজার বেইত লাহিয়া প্রজেক্টে একটি টেলিভিশন বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি জায়োনিস্ট ট্যাংকের উপরে থাকা জায়োনিস্ট সৈন্যদেরকে টার্গেট করা হয়েছে।
• রাফার ইয়াবনা ক্যাম্পে ৩টি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• উত্তর গাজার বেইত লাহিয়া প্রজেক্টে একটি শোয়াথ বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার দক্ষিণে দারুস সালাম মসজিদের প্রাঙ্গণে জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• উত্তর গাজার শেখ জায়েদ মসজিদের উপকণ্ঠে ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা করেছেন আল-কাসসাম মুজাহিদিন।
• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের মাঝে একটি বাড়িতে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। তাদের উপর একটি টিবিজি গোলা দিয়ে হামলা করেছেন আল-কাসসাম মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা আহত ও নিহত হয়েছে।
• জেনিনে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে জিরো ডিসটেন্স থেকে মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস নিয়ে লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• জেনিন শহর থেকে জায়োনিস্ট সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে।
• রাফার ইয়াবনা ক্যাম্পের আল-আবদ জবর জংশনে একটি জায়োনিস্ট পার্সনেল ক্যারিয়ারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট অবস্থানে যৌথ মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আবু আলী মুস্তফা ব্রিগেড।