• জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন করেছে। কিন্তু এটি বাস্তবায়ন নিয়ে বহু প্রশ্ন থেকেই যাচ্ছে।
• দেইর আল-বালাহতে একটি বাড়িতে হামলা চালিয়ে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,১২৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৪,৭১২ জন।
• রাফার শাবুরা ক্যাম্পের একটি বাড়িতে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর একটি ববি-ট্র্যাপড হাউস বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। এতে শত্রু সৈন্যরা নিহত ও আহত হয়েছে। এসময় সেখানে আরেকদল উদ্ধারকারী জায়োনিস্ট বাহিনী এলে তাদের উপর মর্টারশেল হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করেছেন মুজাহিদগণ। এই হামলায় অন্তত ৭ জায়োনিস্ট সৈন্য নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কিছু সূত্র।
• রাফার আল-আওদা মসজিদের কাছে ইয়াসিন ১০৫ দিয়ে একটি ডি৯ বুলডোজারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• তুলকারেমে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর সরাসরি গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• আল-ফারাআ ক্যাম্পে শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• গাজা শহরের পশ্চিমে তাল আল-হাওয়ার দক্ষিণে নেতজারিম করিডোরে সাপ্লাই লাইনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আসিফাহ বাহিনী।
• রাফার পূর্বে আল-আওদার কাছে অনুপ্রবেশকারী জায়োনিস্ট এক সৈন্যকে স্নাইপিং করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• রাফার আল-শওকা এলাকার পূর্বে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-কুদুস ব্রিগেড।
• গাজা শহরের দক্ষিণে নেতজারিম করিডোরে সাপ্লাই লাইনে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।