পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে সেনাবাহিনীর একটি চেকপোস্টে সশস্ত্র হামলার ঘটনায় ৮ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, দক্ষিণ পাঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান জেলায় সামরিক একটি সফল অপারেশন চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুজাহিদিনরা। গত ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়, জেলাটির তাওনসা শরীফ এলাকায় একটি সেনা চেকপোস্ট লক্ষ্য করে উক্ত হামলাটি চালানো হয়।
টিটিপির মুজাহিদিনরা এই অভিযানে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে চেকপোস্টে থাকা সেনা সদস্যদের টার্গেট করেন। এতে পাকিস্তান সামরিক বাহিনীর ৫ সদস্য নিহত এবং আরও ৩ সদস্য আহত হয়। সেই সাথে মুজাহিদিনরা সামরিক বাহিনীর দুটি নিরাপত্তা ক্যামেরা ধ্বংস করেন, যেগুলো ৩ কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি করতে সক্ষম ছিলো। আর অভিযান শেষে মুজাহিদিনরা নিরাপদে নিজেদের গন্তব্যে ফিরে যান।
তথ্যসূত্র:
1| د پاکستاني طالبانو د نن شپې په خونړي برید کې ۸ فوځیانو ته مرګ ژوبله اوښتې
– https://tinyurl.com/3p9p4yex