
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর পোস্ট লক্ষ্য করে স্নাইপার ও পিকা অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছেন মুজাহিদিনরা।
পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের সামরিক মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) নিশ্চিত করেছেন যে, দলটির মুজাহিদিনরা ২৮ জুলাই সোমবার সকাল ১০টায়, উত্তর ওয়াজিরিস্তানে একটি অভিযান পরিচালনা করছেন। অভিযানটি উক্ত অঞ্চলের দোসলির ফারয়াত এলাকায় অবস্থিত একটি শত্রু সামরিক পোস্ট লক্ষ্য করে স্নাইপার এবং পিকা অস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে।
আইএমপি মুখপাত্র কর্তৃক জারি করা বিবৃতিতে, মুজাহিদদের এই হামলায় শত্রু বাহিনীতে হতাহত হওয়ার প্রভল সম্ভাবনার কথা জানিয়েছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/t84pjhdm


