ভিডিও || দিল্লিতে হজ্বযাত্রীদের মন্দিরে নিয়ে হিন্দুদের মতো সেজদা দিতে বাধ্য করল হিন্দুত্ববাদীরা

0
156

ভারতে দিল্লির যমুনা বাজার এলাকায় হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর হামলার শিকার হয়েছেন কয়েকজন মুসলিম হজ্বযাত্রী। হামলাকারীরা হজ্বযাত্রীদের মন্দিরে নিয়ে গিয়ে হিন্দুদের মতো সেজদা দিতে বাধ্য করেছে।

গত ১০ সেপ্টেম্বর মুসলিম মিররের এক প্রতিবেদনে জানা যায়, গত ২২ আগস্ট দিল্লি থেকে সাহারানপুর যাত্রার সময় হজ্বযাত্রীরা পথিমধ্যে একটি মন্দিরের কাছে খাবারের জন্য থামেন। তখনই তারা উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হন।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা হজ্বযাত্রীদের ইসলামবিদ্বেষী ভাষায় গালিগালাজ করেছে, জোরপূর্বক বয়স্ক মুসলিমদের মাথার টুপি খুলে নিয়েছে এবং মন্দিরে টেনে নিয়ে গিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করেছে। এ সময় তারা মুসলিম যাত্রীদের হিন্দুদের মত মন্দিরে সেজদা দিতেও বাধ্য করে।

ভিডিওতে হামলাকারীদের একজন মিথ্যা অভিযোগ করেছে যে, যাত্রীরা রাস্তার পাশে প্রস্রাব করেছিল, তাই তাদের ওপর হামলা চালানো হয়েছে। সে আরও বলেছে, ‘এটা আমাদের মন্দির। আমি এখানে মাথা নত করি, এখন আমিও তাদেরকে তা করতে বাধ্য করব।’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/umrah-pilgrims-allegedly-harassed-11-09-2025


তথ্যসূত্র:
1. Umrah pilgrims allegedly harassed by Hindutva group near Delhi temple
– https://tinyurl.com/yucmnrwp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদনকারী ইসলাম-বিদ্বেষী পডকাস্টার ‘চার্লি কার্ক’ আততায়ীর গুলিতে নিহত
পরবর্তী নিবন্ধআমেরিকার জনগণের প্রতি বার্তা || শাইখ উসামা বিন লাদেন (রহিমাহুল্লাহ)