বুরকিনা ফাসোর ওয়াহিগৌয়া এবং কিয়ায় দুটি শত্রু সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে জেএন‌আইএম মুজাহিদিন; নিহত ২৭ শত্রু সেনা

0
115

গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর কিয়া রাজ্যের নায়াগুডোতে একটি শত্রু সামরিক পোস্টে অতর্কিত আক্রমন চালায় আল কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএন‌আইএম) মুজাহিদিন। এ হামলায় কমপক্ষে একজন বুরকিনান সৈন্য নিহত হয়েছে।
উক্ত অপারেশনে মুজাহিদগণ দুটি ক্লাশিনিকোভ, একটি জি-৩ রাইফেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গণিত হিসেবে লাভ করেন।

অন্যদিকে গত ২৮ সেপ্টেম্বর, রবিবার, ওয়াহিগৌয়া প্রদেশের গোবোরো শহরে একটি সামরিক চৌকিতে হামলায় ২৬ জন জান্তা সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে অসংখ্য শত্রু সেনা। উক্ত হামলায় মুজাহিদিনরা শত্রু বাহিনীর কাছ থেকে ১৩টি ক্লাশিনকোভ রাইফেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গণিমত হিসেবে লাভ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য সোমালিয়ায় জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করলো আশ শাবাব মুজাহিদিন
পরবর্তী নিবন্ধ০৫ আগস্টের পর জিয়াউলের নেতৃত্বে খুনি হাসিনার কয়েক হাজার কল রেকর্ড ও বিভিন্ন ধরনের ফুটেজ মুছে ফেলে এনটিএমসি