গাজীপুরের মৌচাকে হিন্দু ধর্ষক চক্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ

0
95

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে তিনদিন ধরে গণধর্ষণ করায় অভিযুক্ত হিন্দুত্ববাদী জয় কুমার দাস এবং তার সহযোগী লোকনাথ ও সঞ্জিতের ফাঁসির দাবিতে মৌচাকের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা শুক্রবার (১৭ অক্টোবর) বিক্ষোভ মিছিল করেছে।

জুমার নামাজ শেষে মৌচাক এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীরা নৃশংস ঘটনার অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে একযোগে স্লোগান দেয়। একই সময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ করে।

এসময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসকন তুই জঙ্গি, জঙ্গি জঙ্গি’, ‘ইসকনের আস্তানা এই জমিনে হবে না’, ‘ ধর্ষকদের বিচার চাই’, ‘ফাঁসি চাই, ধর্ষকের শাস্তি চাই’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘গাজীপুরে ধর্ষণ কেনো, প্রশাসন জবাব দে’ এবং ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নেই’ মতো স্লোগানে নিজেদের দাবি তুলে ধরে।

উল্লেখ্য যে, গত দুই মাস আগে উগ্র হিন্দুত্ববাদীদের একটি চক্র ‘ভাগওয়া লাভ ট্র্যাপ’-এর ফাদে ফেলে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ১৩ বছরের এক মাদরাসা ছাত্রীকে মাদরাসায় যাবার পথে পরিকল্পিতভাবে অপহরণ করে। এরপর ওই চক্র মুসলিম শিক্ষার্থীকে ৩ দিন একটি বাসায় আটকে রেখে বর্বর পাশবিক নির্যাতন চালায়।

ঘটনার পর পর ভুক্তভোগীর মা-বাবা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে, জিডি করার পর অভিযুক্তরা মেয়ের মা’কেও তার মেয়ের মতো তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেয়। এর ফলে, দুই মাসেরও বেশি সময় পার হলেও তাদের হুমকির ভয়ে ভুক্তভোগী পরিবার মামলা করতে সাহস পায়নি। অবশেষে, স্থানীয় একজন আলেম ঘটনাটি জানার পর ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ান এবং তাদেরকে মামলা করার সাহস যোগান।

মামলা করার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও মুসলিমদের তীব্র ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ গতকাল রাতে (১৬ অক্টোবর) দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে আটক করা হয় এবং থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা অপরাধ স্বীকার করে। বাদীপক্ষ এবং অভিযুক্তদের জবানবন্দীর ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয় এবং তাদেরকে আদালতে পাঠানো হয়। তবে, মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে।


তথ্যসূত্র:
১। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে হিন্দু যুবক
– https://tinyurl.com/yedtn4pj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকৃষিপণ্য সংরক্ষণের জন্য পাকতিকা প্রদেশে স্থাপিত হচ্ছে ৬০০ টন সক্ষমতার অত্যাধুনিক হিমাগার
পরবর্তী নিবন্ধতাওহিদের পতাকা বনাম ডলারের গোলামী: একটি তুলনামূলক বিশ্লেষণ- (২)