নভেম্বর মাসে দখলদার ভারতীয় বাহিনীর হাতে এক নারীসহ ৪ কাশ্মীরি মুসলিম শহীদ, গ্রেফতার ২৮১৯ জন

0
42

ভারত কর্তৃক অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে গত নভেম্বর মাসে এক নারীসহ চার কাশ্মীরি মুসলিমকে শহীদ করেছে দখলদার ভারতীয় বাহিনীর সদস্যরা। কাশ্মীর মিডিয়া সার্ভিসের রিসার্চ সেকশনের তথ্য অনুযায়ী, শহীদদের মধ্যে দুজন নিহত হয়েছেন ভারতীয় বাহিনীর ভুয়া এনকাউন্টারে। অন্যদিকে, ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণের ঘটনায় দুই কাশ্মীরি মারা গিয়েছিলেন, অপরদিকে ১৪ নভেম্বর শ্রীনগরের নওগাম থানার ভিতরে একটি সন্দেহজনক বিস্ফোরণে আরও নয়জন কাশ্মীরি নিহত এবং ৩২ জন আহত হয়েছিল।

এই সময়কালে, ভারতীয় সেনাবাহিনী, পুলিশ, আধাসামরিক বাহিনী, বিশেষ তদন্ত সংস্থা (এসআইএ) এবং জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এর কর্মীরা ৪৭১টি ঘেরাও তল্লাশি অভিযান এবং বাড়িতে অভিযান চালানোর সময় কমপক্ষে ২,৮১৯ জন ব্যক্তিকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করে – যাদের বেশিরভাগ ছিল রাজনৈতিক কর্মী, তরুণ, ছাত্র, ডাক্তার এবং মহিলা। চিকিৎসকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং জননিরাপত্তা আইন (পিএসএ) এর মতো কালো আইনে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান চলাকালীন তারা কাশ্মীরি মুসলিমদের তিনটি বাড়িও গুড়িয়ে দেয়।


তথ্যসূত্র:
1. Indian forces martyr four Kashmiris in November
– https://kmsnews.org/kms/2025/12/01/indian-forces-martyr-four-kashmiris-in-november.html

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
পরবর্তী নিবন্ধপূর্বাচলে প্লট জালিয়াতি মামলায় হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড