
সোমালিয়ার রাজধানী মোগাদিশু, হিরান, জুবা, শাবেলি, বে, এবং জিজু অঞ্চলে সম্প্রতি ক্রুসেডার ও তাদের সহযোগী মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে কয়েক ডজন অভিযান পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এরমধ্যে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধেই মুজাহিদিনরা ১৫টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহতের শিকার হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ১লা ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত, সোমালিয়ায় মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে অন্তত ১৫টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন। এরমধ্যে মুজাহিদিনরা ৪টি অভিযান পরিচালনা করেছেন রাজধানী মোগাদিশুর ওয়েদো, হারাওয়া এবং বালাদ শহরে। এতে মোগাদিশু বাহিনীর ৭ সৈন্য নিহত এবং আরও ৬ সৈন্য আহত হয়েছে।
এদিকে মধ্য সোমালিয়ার হিরান রাজ্যের বালদাউইন শহরে মুজাহিদিনরা ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদদের এসকল অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে একটি মিলিশিয়া চেকপয়েন্ট, একটি পুলিশ স্টেশন এবং গোয়েন্দা সংস্থার একটি সামরিক অবস্থান। এতে বহু সংখ্যক শত্রু সৈন্য এবং কয়েকজন গোয়েন্দা সদস্য হতাহতের শিকার হয়েছে।
এমনিভাবে দক্ষিণ সোমালিয়ার বে রাজ্যের বাইদোয়া, কানসাহধেরী এবং দিনসর শহরেও মুজাহিদিনরা ৪টি পৃথক অভিযান চালিয়েছেন। মুজাহিদদের এসকল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মোগাদিশু বাহিনীর ২টি সামরিক ঘাঁটি, ১টি শত্রু সমাবেশ ও ১টি টহল দল। এই অভিযানগুলোর ১টিতেই মোগাদিশু বাহিনীর ২ সৈন্য নিহত এবং তৃতীয় ১ সৈন্য আহত হয়। মুজাহিদদের অন্য ৩টি অভিযানেও বহু সংখ্যক সৈন্য হতাহতের শিকার হয়েছে।
হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা উক্ত দিনগুলোতে নিম্ন ও মধ্য জুবা রাজ্যেও মোগাদিশু বাহিনীকে টার্গেট করে ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। রাজ্যটির বারসাঙ্গুনি এলাকায় মুজাহিদদের পরিচালিত অভিযানে ২টিতে শত্রু বাহিনীর অন্তত ৮ সৈন্য আহত হয়েছে। সেই সাথে ১টি সামরিক গাড়ি ধ্বংস সহ বেশ কিছু সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়েছে।
এই দিনগুলোতে মুজাহিদিনরা দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার জিজু রাজ্যের বারধারী শহরেও একটি সফল অভিযান পরিচালনা করেন। বারধারী শহরের মেয়রের বাসভবন লক্ষ্যবস্তু করে মুজাহিদদের পরিচালিত এই অভিযানে মেয়রের বেশ কয়েকজন রক্ষী হতাহতের স্বীকার হয়েছে।
এদিকে মধ্য শাবেলি রাজ্যের আউদাগলী শহরেও মুজাহিদিনরা একটি অতর্কিত অভিযান পরিচালনা করেন। মোগাদিশু বাহিনীর সাথে যুক্ত একটি মিলিশিয়া গোষ্ঠীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদিনরা অভিযানটি পরিচালনা করেন। ফলশ্রুতিতে মিলিশিয়া বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে এবং বস্তুগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1044820
– https://chirpwire.net/thread/1044936
– https://chirpwire.net/thread/1045095
– https://chirpwire.net/thread/1045155
– https://chirpwire.net/thread/1045367
– https://chirpwire.net/thread/1045543
– https://chirpwire.net/thread/1045679
– https://chirpwire.net/thread/1046055


