ইমারাতে ইসলামিয়ায় আরও ২৪৭ জন মুজাহিদের বিশেষ সামরিক প্রশিক্ষণ সমাপ্তি

0
10

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারওয়ান প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে পেশাগত ও আদর্শিক বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ অর্জন করেছেন আরও ২৪৭ জন মুজাহিদ। স্নাতক সম্পন্ন করা নতুন এই সদস্যরা পারওয়ান, কাপিসা ও পাঞ্জশির প্রদেশের বাসিন্দা।

কেন্দ্রটির সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদিনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও জনগণের সাথে উত্তম আচরণের প্রতি উৎসাহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিকতার আলোকে জনগণের পাশে দাঁড়ানোই তাদের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে নিজেদের সামরিক দক্ষতা ও কলাকৌশল প্রদর্শন করেছেন প্রশিক্ষণ সম্পন্নকারী মুজাহিদিনগণ। পরিশেষে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


তথ্যসূত্র:
1. صدها تن از مرکز تربیوی پولیس در ولایت پروان فارغ گردیدند
– https://tinyurl.com/4fdmcp36

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় আরও ৫,৪৩৫ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত সবুজ অঞ্চল গড়ে তোলার উদ্যোগ