
পশ্চিম আফ্রিকা ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা সম্প্রতি সাহেল অঞ্চলের মালিতে জান্তার বেশ কিছু সামরিক অবস্থানে হামলা চালিয়েছেন।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর শুক্রবার, জেএনআইএম মুজাহিদিনরা মালির ৩টি অঞ্চলে জান্তা বাহিনীর ৫টি সামরিক অবস্থানে সফল অভিযান পরিচালনা করেছেন। এদিন সকালে মুজাহিদিনরা দেশটির সিকাসো রাজ্যের কালানা শহরে অবস্থিত জান্তা বাহিনীর ৩টি সেনা সদর দপ্তর লক্ষ্য করে একযোগে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। মুজাহিদদের তীব্র আক্রমণে অসংখ্য শত্রু সৈন্য হতাহতের শিকার হয় এবং অন্যরা সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে। শত্রু সেনাদের এই পলায়নের পর মুজাহিদিনরা হামলার লক্ষ্যবস্তু জান্তার ৩টি সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
এদিন বিকালে জেএনআইএম মুজাহিদিনরা মালির কায়েস রাজ্যের সান্দ্রি এলাকায় আরও একটি সফল অভিযান পরিচালনা করেন। মুজাহিদিনরা শত্রু সেনাবাহিনীর একটি ব্যারাক লক্ষ্য করে তীব্র অতর্কিত আক্রমণটি পরিচালনা করেন। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে ব্যাপক হতাহতের শিকার হয় জান্তা বাহিনী, শত্রুর এই পরাজয়ের পর মুজাহিদিনরা সামরিক ব্যারাকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
এমনিভাবে ২৬ ডিসেম্বর সন্ধ্যায়, মোপ্তি রাজ্যের সিগুইল শহরে জান্তা বাহিনীর একটি ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। জান্তা বাহিনী মুজাহিদদের অতর্কিত আক্রমণের সামনে টিকতে না পেরে সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। শত্রু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায়, মুজাহিদিনরা মালির সিকাসো রাজ্যের গারলো এলাকায় সেনাবাহিনীর (জান্তা) একটি সামরিক পোস্টে আক্রমণ চালান। মুজাহিদদের অতর্কিত আক্রমণে শত্রু বাহিনী পরাজয়ের শিকার হয় এবং মুজাহিদিনরা সামরিক পোস্টের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেন।
উল্লেখ্য যে, জেএনআইএম মুজাহিদিনরা গত ২৫শে ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মালির দক্ষিণ ও পশ্চিমে, পাশাপাশি রাজধানীর উপকণ্ঠে, জান্তা বাহিনী এবং রাশিয়ার ভাড়াটে আফ্রিকন কর্পস মিলিশিয়াদের বিরুদ্ধে ১১ টিরও বেশি অভিযান পরিচালনা করেছেন। এসকল অভিযানের মাধ্যমে জেএনআইএম মুজাহিদিনরা শত্রু বাহিনীর কয়েক ডজন বিভিন্ন ধরনের যানবাহন ধ্বংস এবং পুড়িয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে হতাহতের শিকার হয়েছে অসংখ্য শত্রু সৈন্য।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/33scd899
– https://tinyurl.com/3za9n7xr
– https://tinyurl.com/ymy2j9dp
– https://tinyurl.com/y98746cf


