সোমালিয়ার কুধা দ্বীপে শাবাবের অভিযানে নিহত শত্রু সংখ্যা ১৩২ ছাড়িয়েছে, আহত অন্তত ৪৭ সেনা

0
15

হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২১ জানুয়ারী বুধবার, পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় একটি বৃহৎ পরিসরে সামরিক অপারেশন পরিচালনা করেছেন। দেশটির নিম্ন জুবা রাজ্যের বন্দর শহর কিসমায়োর নিকটতম কুধা দ্বীপে মুজাহিদিনরা উক্ত অভিযানটি পরিচালনা করেন।

আশ-শাবাব প্রশাসনের সামরিক নেতৃত্ব কর্তৃক বুধবার জারি করা প্রথমিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল যে, মুজাহিদদের উক্ত অভিযানে শত্রু বাহিনীর ১১৩ এরও বেশি সৈন্য নিহত হয়েছে। এই অভিযানে আরও ৪৭ সৈন্য আহত এবং ১৫ সৈন্য মুজাহিদদের হাতে বন্দী হয়েছে। সর্বশেষ গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আশ-শাবাব নেতৃত্ব নিশ্চিত করেছে যে, কুধা দ্বীপে মুজাহিদদের পরিচালিত অভিযানে নিহত শত্রু সৈন্য সংখ্যা ১৩৭ পর্যন্ত ছাড়িয়েছে, এছাড়াও অন্তত ৪৭ সৈন্য নিহত এবং আরও কয়েক ডজন সৈন্যকে মুজাহিদিনরা জীবিত বন্দী করে নিয়ে গেছেন।

অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু বন্দীদেরকে দ্বীপে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনায় সরিয়ে নেন এবং আহত বন্দীদের আঘাতের চিকিৎসা শুরু করেন। কিন্তু ক্রুসেডার মার্কিন বাহিনীর যুদ্ধবিমানগুলো দ্বীপে পরাজিত
শত্রু বাহিনীর সদর দপ্তর, সামরিক ঘাঁটি এবং বেসামরিক বাড়িগুলি লক্ষ্য করে নির্বিচারে বোমা হামলা শুরু করে। মার্কিন বাহিনীর এই বিমান হামলার ফলে মুজাহিদদের হাতে থাকা শত্রু বন্দীদের মধ্যে ১৭ সৈন্য নিহত হয় এবং অন্যরা বিভিন্ন মাত্রার আহত হয়। এই বোমা হামলায় বেসামরিক নাগরিকদের ঘরবাড়িও ধ্বংস হয়েছে। পরিশেষে মুজাহিদিনরা তাদের অভিযান সফলভাবে সম্পন্ন করার পর দ্বীপ থেকে সরে গেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্রগ্রামে রিকশাচালককে রাস্তায় পিটিয়ে হত্যা, নীরব পথচারীরা
পরবর্তী নিবন্ধদীর্ঘ অপেক্ষার পর কাবুলে শীতের প্রথম তুষার, স্বস্তিতে নগরবাসী