জেরুসালেমে মসজিদ ভেঙে ফেলার ইসরায়েলি আদালতের নির্দেশ

0
846
জেরুসালেমে মসজিদ ভেঙে ফেলার ইসরায়েলি আদালতের নির্দেশ

ফিলিস্তিনের পূর্ব জেরুসালেম বা আল কুদস শহরের একটি মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম জানায়, মসজিদটি নির্মাণের ক্ষেত্রে ইসরায়েলের অনুমতি ছিলনা বলে দাবি করছে দখলদার আদালত ।

এদিকে গাজার ওয়াকফ এবং ধর্ম মন্ত্রণালয় সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের
এমন হীন দাবিকে প্রত্যাখান করেছেন। তারা ওই আদেশের নিন্দা জানিয়েছে ইসরায়েলকে সতর্ক করেন।

গণমাধ্যমে খবরে বলা হয়েছে, এই আদেশকে চ্যালেঞ্জ করার জন্য সিলওয়ান শহরের বাসিন্দাদের ২১ দিন সময় বেঁধে দিয়েছে দখলদার কর্তৃপক্ষ। অন্যথায় ‘কাকা বিন আমর’ নামের ওই মসজিদ ভেঙে ফেলার হুমকি দেয় সন্ত্রাসী ইসরায়েল।

২০১২ সালে মসজিদটি তৈরি করা হয়। যেখানে শত শত মুসল্লি নামাজ আদায় করতে পারে। এর আগে ২০১৫ সালেও মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল ঘৃন্য ইহুদিরা। তবে তা বাস্তবায়ন করতে পারেনি দখলদার ইসরায়েল।

সূত্র : আল-আরাবি নিউজ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১১ দিনেও বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি সীমান্ত সন্ত্রাসী বিএসএফ
পরবর্তী নিবন্ধনদীতে বেড়া দিয়ে আওয়ামী নেতাদের মাছ চাষ