ভারতে ‘জয় শ্রীরাম’ না বলায় মুয়াজ্জিনকে নির্যাতন

2
1912
ভারতে ‘জয় শ্রীরাম’ না বলায় মুয়াজ্জিনকে নির্যাতন

‘জয় শ্রীরাম’না বলায় ভারতের হুগলির চুঁচড়ায় এক প্রৌঢ় বয়সের মুয়াজ্জিনকে নির্যাতন করা হয়। বুধবার ভোরে ঘটনাটি ঘটে চকবাজার কাঠগোলা এলাকায়। ৫৪ বছরের মুহাম্মদ সফিউদ্দিন নামাজ পড়তে সাইকেলে করে মসজিদ যাচ্ছিলেন। সেই সময়ই মোটর সাইকেল আরোহী তিন গেরুয়া যুবক তাঁর পথ রোধ করে এবং ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ দেয়। ওই ব্যক্তি রাজি না হওয়ায় যুবকরা চড়-থাপ্পড় মারতে থাকে।

চন্দননগর পুলিশ আধিকারিক জানায়, ‘পুরো ঘটনাটা সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে।

সফিউদ্দিন জানান, ‘তখনও মন্দিরের তালা না খোলায় আমি রাস্তাতেই অপেক্ষা করছিলাম। ঠিক সেসময়ই বাইকে সওয়ার তিন যুবক সেখানে আসে এবং আমাকে ‘জয় শ্রীরাম’ বলতে জোর করে। আমি তাঁদের আমার ধর্মীয় পরিচয় দেওয়া সত্ত্বেও ওরা জোর করতে থাকে এবং আমাকে চড়-থাপ্পড় মারে।’

তিনি জানান, অন্ধকার থাকায় ওই যুবকদের শনাক্ত করতে পারেননি কিন্তু যুকদের বয়স ২৫-২৬ বছরের মধ্যে বলেই তিনি জানান।

সফিউদ্দিন গ্রামের ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন। পরে চুঁচুড়া থানায় ওই তিন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

সফিউদ্দিনের ওপর এই আক্রমণের ঘটনায় স্থানীয়রা সন্ত্রাসী দল বিজেপির কর্মী সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তাদের বক্তব্য এলাকায় তারা মুসলিমদের শান্তি বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: পূবের কলম

 

2 মন্তব্যসমূহ

  1. হে আল্লাহ! তুমি মুসলিমদেরকে মালাউনদের নির্যাতন থেকে হিফাজত করো ।।
    আমিন……

    হে আল্লাহ! তুমি সারাবিশ্বের মুজাহিদীন ভাইদের সুস্হতা এবং নিরাপত্তা দান করো ।
    এবং আল-ফিরদাউস মিডিয়ার সকল ভাইদেরকে সুস্হতা এবং নিরাপত্তা দান করো এবং ভাইদেরকে তোমার দ্বীনের জন্য কবুল কর ।
    আমিন….ছুম্মা আমিন….

  2. এই অবস্থা বাংলাদেশে হতে বেশি দিন আর বাকি নেই বলেই মনে হচ্ছে ৷কারণ,সবার সামনে স্পষ্ট ৷

    দেখুন বর্তমানে কি পরিমান নির্যাতন চালাচ্ছে আমাদের দেশের ছাত্রলীগের মুরতাদরা ৷সাথে আছে সরকারি বাহীনি ও আওয়ামী গুন্ডারা ৷ কয়েকদিন পর হিন্দুরা যোগ হবে তাতে কি কোন সন্দেহ আছে??

    আল্লাহ আমাদের বোঝার তাওফীক দিন, এবং করনীয় সম্পর্কে সচেতন হওয়ার তাওফীক দিন,যেন আমরা বোঝে শুনে কাজ করতে পারি৷

    হে আল্লাহ আমাদেরকে তানযীম আল কায়েদা বা কোন সত্য সঠিক পথের অনুশারি মুদাহিদ দলের সাথে সংযোক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তাওফীক দিন ৷ কেননা ঐক্য বিহীন শক্তি নিষ্ফল৷ কেননা ঐক্য বিহীন শক্তি নিষ্ফল৷কেননা ঐক্য বিহীন শক্তি নিষ্ফল, বেকার৷

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘যুদ্ধের প্রস্তুতি’ শিরোনামে সামরিক ভিডিও প্রকাশ করল পাক-তালিবান
পরবর্তী নিবন্ধবিলম্বে সেনা প্রত্যাহার বিষয়ে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে তালেবানের বিবৃতি