দেশে দেশে মুসলিম বিদ্বেষ:ফ্রান্সে বন্ধ করে দেয়া হলো আরো ২০টি মসজিদ

উসামা মাহমুদ

0
903
দেশে দেশে মুসলিম বিদ্বেষ:ফ্রান্সে বন্ধ করে দেয়া হলো আরো ২০টি মসজিদ

ফ্রান্সে ইসলাম বিদ্বেষী ম্যাক্রো প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় দেশটিতে চলছে ইসলামফোবিয়া। মুসলিমদের পবিত্র স্থানগুলোতে দিন দিন চতুর্মুখি নিপীড়ন বেড়েই চলেছে।

আগেও অনেকগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল ফ্রান্সে, এবাড় আরো ২০টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যদিয়ে ফ্রান্স সরকার আবারো ইসলামবিরোধী যুদ্ধংদেহী মনোভাব পরিষ্কার করল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন গত ১২ই ডিসেম্বর রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেয় যে, দেশের আরো ২১টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। ঐ উগ্র ইসলামবিদ্বেষী মন্ত্রীর ভাষায়, এসব মসজিদ নাকি ’চরমপন্থা’ ছড়ানোর কাজে লিপ্ত ছিল।

সে আরো জানায়, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক ’চরমপন্থার ’সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

তথ্যসূত্র:
—–
১. ফ্রান্সে বন্ধ করে দেয়া হলো ২০টি মসজিদ
https://tinyurl.com/dtust5e5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-কায়েদার সফল হামলায় জাতিসংঘ ও সোমালি সেনাবাহিনীর ২৭ সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধহিন্দু ব্যবসায়ীদের কামরায় উঠায় ট্রেন থেকে ফেলে মুসলিম যুবককে হত্যা