কুতুব মিনারের নাম বদলে ‘বিষ্ণু স্তম্ভ’ এবং সেখানকার মসজিদকে মন্দির বানানোর দাবিতে বিক্ষোভ

মাহমুদ উল্লাহ্‌

0
1286
কুতুব মিনারের নাম বদলে ‘বিষ্ণু স্তম্ভ’ এবং সেখানকার মসজিদকে মন্দির বানানোর দাবিতে বিক্ষোভ

ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একে এক মুসলিমদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত সকল স্থাপনার নাম বদলে দিচ্ছে। এবার নাম বদলের দাবি তুলে বিক্ষোভে নেমেছে হিন্দুত্ববাদী গেরুয়া শিবির। কুতুব মিনারের নাম বদলে রাখতে হবে বিষ্ণু স্তম্ভ। আর এই দাবিতে গত ১০ মে মঙ্গলবার কুতুব মিনারের কাছে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্ট। বিক্ষোভে অংশ নেয় আরও কয়েকটি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন।

হিন্দু সংগঠন- ইউনাইটেড হিন্দু ফ্রন্ট- অন্যান্য হিন্দু দলগুলি মঙ্গলবার কুতুব মিনারের প্রাঙ্গণে হনুমান চালিসা পাঠ করার ঘোষণা করেছিল। ইউএইচএফ-এর কার্যনির্বাহী সভাপতি হিন্দুত্ববাদী জয়ভগবান গোয়েল এ বিক্ষোভের ডাক দেয়। গোয়েল অন্যান্য হিন্দু গোষ্ঠীগুলিকে মিনার কমপ্লেক্সে হনুমান চালিসা পাঠে যোগ দেওয়ার আহ্বান জানায়।

হিন্দুত্ববাদী দলগুলো কুতুব মিনারের ভিতরের মসজিদটিকে মন্দির ঘোষণা এবং এর প্রাঙ্গনে হনুমান চালিসা পাঠের অনুমতি দেওয়ার দাবি করছে। এতে কুতুব মিনারকে ‘বিষ্ণু স্তম্ভ’ হিসেবে নামকরণের দাবি করে। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা সেখানে উপস্থিত থেকে স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লী বিজেপি দাবি তুলেছে রাজধানীর আকবর রোড, হুমায়ুন রোড, ঔরঙ্গজেব লেন, তুঘলক লেনের মতো সড়কের নাম বদলে দেওয়া হোক। উত্তর দিল্লীর পুরসভার চেয়ারম্যানকে এক চিঠিতে দিল্লীর বিজেপি সভাপতি আদেশ গুপ্ত এই দাবি জানিয়েছে। তাঁর দাবি ওই সড়কগুলির নাম বদলে মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিং, মহর্ষি বাল্মিকী ও জেনারেল বিপিন রাওয়াতের নামে রাখা হোক। এর মধ্যে এবার নতুন করে যুক্ত হল কুতুব মিনারের নাম বদলে দেওয়ার দাবিও। নাম বদলে রাখতে হবে বিষ্ণু স্তম্ভ।

এর আগে কুতুব মিনারকে ঘিরে অন্য বিতর্কও হয়েছে। সেখানে অবস্থিত ২৭টি কক্ষকে মন্দির বানিয়ে আবার নতুন করে নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনই দাবি করতে দেখা গিয়েছে কট্টর হিন্দুত্ববাদী দলের জাতীয় মুখপাত্র উগ্রবাদী বিনোদ বনসলকে।

দ্বাদশ শতাব্দীতে নির্মিত কুতুব মিনার নিয়ে বিতর্ক কিন্তু আজকের নয়। এর আগেও দিল্লির সাকেত আদালতে দায়ের হয়েছিল তিনটি মামলা। তাতেও এটিকে মন্দির হিসেবে পুনর্নির্মাণ করার আবেদন জানানো হয়েছিল। ইতিপূর্বেও হিন্দুত্ববাদীরা বিভিন্ন মুসলিম স্থানের নাম বদলে দিয়েছে।
সম্প্রতি মুসলিম সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল কোনো দিন ‘তেজো মহালয়া’ নামে মন্দির ছিল কিনা, তাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।


 

তথ্যসূত্র:
———
1. Right-wing group chants Hanuman Chalisa, demands renaming Qutab Minar, detained
https://tinyurl.com/5n7ryv9v
2. বাবরির মতো এবার তাজমহলও গ্রাসের চেষ্টায় হিন্দুত্ববাদীরা
https://tinyurl.com/3dk3y4tz
3.  The Hindutva Project To Rewrite History And Destroy Historic Architecture
https://tinyurl.com/zukd4856
4. প্রত্নতাত্ত্বিক দেয়ালেও ছিল মসজিদের বৈশিষ্ট্য
https://tinyurl.com/2p87ufxw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহালাল গরুর মাংস বিক্রয় কর্মীদের মারধর হিন্দুত্ববাদী আরএসএস সন্ত্রাসীর
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের দুর্দান্ত সব হামলায় ৫৫ ইথিওপিয়ান সৈন্য হতাহত