একিউএস এর ৩ আমিরের উপর সন্ত্রাসী আমেরিকার নিষেধাজ্ঞা

আলী হাসনাত

0
988

সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি আল-কায়েদা উপমহাদেশের (একিউএস) কয়েকজন আমীরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বীর মুজাহিদদেরকে তথাকথিত “গ্লোবাল টেরোরিস্ট” এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জারি করা এক বিবৃতিতে সম্প্রতি উপমহাদেশের ২টি ইসলামি প্রতিরোধ বাহিনীর ৪ জন আমীরকে কথিত “গ্লোবাল টেরোরিস্ট” বলে উল্লেখ করেছে। এই তালিকায় একিউআইএস এর ৩ জন এবং তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি) এর ১জন নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উক্ত চার জন আমীর হলেন,

– উস্তাদ উসামা মাহমুদ হাফিজাহুল্লাহ্ (AQS-এর আমির)

–  শাইখ আতিফ ইয়াহিয়া ঘুরি হাফিজাহুল্লাহ্ (AQS-এর ডিপুটি আমির)

– শাইখ মুহাম্মদ মারুফ হাফিজাহুল্লাহ্ (AQS-এর রিক্রুটিং ইউনিট লিডার)

– কারি আমজাদ হাফিজাহুল্লাহ্ (TTP-এর উপনেতা)

সন্ত্রাসী আমেরিকা এই নিষেধাজ্ঞা আরোপ করার পর, উপরোক্ত প্রতিরোধ বাহিনীর নেতাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তাদের সাথে সব ধরনের লেনদেন করার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সন্ত্রাসী দেশটি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ[ভিডিও] ফের জায়নবাদী ইসরাইলের বিমান হামলায় কেঁপে উঠল গাজা
পরবর্তী নিবন্ধপলিসিলিকন কারখানায় জোরপূর্বক উইঘুর মুসলিমদের ব্যবহার করছে দখলদার চীন