কাশ্মীরে ইহুদিদের আদলে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে দখলদার ভারত

মুহাম্মাদ ইব্রাহীম

0
759

সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে দখলদার ভারত। আগাম কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালাচ্ছে তারা। ইতোমধ্যেই বাড়িঘর, দোকানপাট ও শপিংলসহ অন্তত শতাধিক স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে। শুধু শ্রীনগরেই নয়, কাশ্মীরের আরও কয়েকটি এলাকায় এমন অভিযান শুরু করেছে দখলদার কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে দাবি সন্ত্রাসী ভারতের। তবে কাশ্মীরি মুসলিমরা জানিয়েছেন, এগুলো ভারতের প্রহসন আর সাজান মিথ্যা। বরং যেসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে, এসকল জায়গার বৈধ কাগজপত্র রয়েছে তাদের হাতে। তা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী দখলদার ভারত।

গত ৪,৫ ও ৬ ফেব্রুয়ারি চারটি বুলডোজার জম্মুর সুঞ্জয়ান, বাথিন্ডি ও মল্লিকমার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালালে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পাথর নিক্ষেপ করে প্রতিরোধ করে। ফলে সন্ত্রাসীরা যন্ত্রপাতি ফেলে রেখেই পালিয়ে যায়। কিন্তু পরক্ষণেই শত শত সেনা উপস্থিত হয়ে আবারো দোকানপাট ও শপিংমল এবং অন্যান্য স্থাপনা গুড়িয়ে দেয়।

এদিকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দিল্লিতে বৈঠক করে অধিকৃত কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা। এর একদিন পরই সে কাশ্মীরে ফিরে যায়। এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় কাশ্মীরে উচ্ছেন অভিযান চলমান থাকবে। আর এরপর থেকে গ্রেফতার অভিযানও পরিচালান করছে তারা। অবৈধ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন পর্যন্ত ৯ জন কাশ্মীরি মুসলিমকে গ্রেফতার করেছে দখলদার ভারত। যাদের বেশিরভাগই উচ্ছেদ অভিযানের ভুক্তভোগী।



তথ্যসূত্র:
——–
1. Following Israeli formula, India’s Modi regime bulldozing Muslim houses in Kashmir!
https://tinyurl.com/2nb677x8
2. Encroachments: Bulldozers Continue Rolling in Kashmir and Jammu
https://tinyurl.com/yszhm2yx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার কেনিয়ায় শাবাবের হামলা: ২২ ক্রুসেডার হতাহত, ৯টি শত্রুযান ধ্বংস
পরবর্তী নিবন্ধগণহত্যামূলক বক্তৃতা প্রচার করায় মিডিয়াকে দিল্লি পুলিশের নোটিশ, বক্তৃতাকারিদের নয়