আফগানিস্তানে হাড় ভাঙ্গা রোগের আন্তর্জাতিক চিকিৎসা কর্মসূচি, উদ্বোধন হল একাধিক হাসপাতাল

0
133

আফগানিস্তানে প্রথমবারের মতো হাড় ভাঙ্গা রোগ আন্তর্জাতিক চিকিৎসা কর্মসূচি শুরু করেছে ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। বাদাখশান প্রদেশের প্রাদেশিক হাসপাতালে কর্মসূচিটির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছেন জনস্বাস্থ্য মন্ত্রী ডা. কালান্দার ইবাদ সাহেব হাফিযাহুল্লাহ। কর্মসূচিটির সূচনা দেশের স্বাস্থ্যখাতে অন্যতম একটি অর্জন বলে মন্তব্য করেন সম্মানিত মন্ত্রী।

আফগানিস্তানের জাওযান প্রদেশের সম্প্রতি নতুন ১টি হাসপাতাল নির্মাণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি চালুর ঘোষণা দিয়েছে ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। প্রদেশটির কারকিন জেলায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটির নাম ‘মারি হাসপাতাল’। এটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯০ লাখ আফগানি। ইমারতে ইসলামিয়ার রাজস্ব বাজেটের অর্থায়নে এটি নির্মিত হয়েছে।

এছাড়া কান্দাহার প্রদেশের দান্দ জেলায় আরও ১টি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এর প্রকল্প ব্যয় ধার্য করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ডলার। প্রায় ১ একর জায়গার উপর হাসপাতালটি নির্মিত হচ্ছে। ৬ মাসের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ ও কাতারের আর্থিক সহায়তার সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সুবিধা-বঞ্চিত নাগরিকদের স্বাস্থ্যসেবা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট উদ্যোগসমূহের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ফুটে উঠছে।


তথ্যসূত্র:
1. International Program for the Prevention of Bone Fractures (SIGN) launches for the first time in the Afghanistan
https://tinyurl.com/yyp4auk8
2. Construction of hospital completed in Jawzjan
https://tinyurl.com/4e5px8r2
3. Construction of health clinic inaugurated in Kandahar
https://tinyurl.com/496n3f96
4. First-Ever International Broken Bones Treatment Program Commences in Badakhshan
https://tinyurl.com/5n7vhbdb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে সেনা ঘাঁটিতে আল-কায়েদার দুঃসাহসী অভিযান: নিহত অন্তত ৪৩ জান্তা সেনা
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস টেলিগ্রাম চ্যানেল আপডেট ও নতুন চ্যানেল সংক্রান্ত ঘোষণা