শত্রু সেনা কনভয়ে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের অতর্কিত আক্রমণ: ৫ সেনা নিহত, আহত আরও ৩

0
253

পাকিস্তানের লাক্কি মারওয়াতে দেশটির সেনাবাহিনীর একটি কনভয়ের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা। এতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৮ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, দলটির মুজাহিদিনরা ১১ অক্টোবর শনিবার সকালে, পাকিস্তানের লাক্কি মারওয়াত জেলার জান্দি ফালাক শের এলাকায় বড়ধরণের একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। অঞ্চলটির প্রধান সড়কে পাকিস্তান সেনাবাহিনীর পদাতিক এবং যানবাহন নিয়ে ঘটিত একটি কনভয়ের উপর মুজাহিদিনরা উক্ত অতর্কিত আক্রমণটি পরিচালনা করেন। এই আক্রমণের সময়, মুজাহিদিনরা শত্রুর সাঁজোয়া যান ও গাড়িগুলো লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেন। সেই সাথে ভীতসন্ত্রস্ত ও বিক্ষিপ্ত সেনা সদস্যদের স্নাইপারের গুলিতে টার্গেটে পরিণত করতে থাকেন। এতে শত্রু সেনাবাহিনীর ৫ সদস্য নিহত এবং আরও ৩ সদস্য আহত হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/bddtre32

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাইবার এজেন্সি ও উত্তর ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের হামলা
পরবর্তী নিবন্ধজুলাইযোদ্ধা শিক্ষকদের হত্যার হুমকিদাতা ট্রান্স-জঙ্গি রেবিলের রাজু ভাস্কর্যে সমকামী বিয়ের দাবিতে অনশন: নির্বিকার প্রশাসন